০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কক্সবাজারের ৩ উপজেলায় ভোটগ্রহণ শেষ

রামুতে ভূট্টো, উখিয়ায় জাহাঙ্গীর ও টেকনাফে জাফর চেয়ারম্যান নির্বাচিত

  • শহীদুল ইসলাম
  • প্রকাশিত সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ১৩৯ ভিউ

কক্সবাজারে শান্তিপূর্ণভাবে শেষ হলো সর্বশেষ তিন উপজেলা নির্বাচন। নির্বাচনে রামুতে মোটরসাইকেল প্রতীকের সিরাজুল ইসলাম ভুট্টো, উখিয়া উপজেলায় আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী ও টেকনাফে আনারস প্রতীক নিয়ে জাফর আহমদ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। গণনা শেষে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বেসরকারি ফলাফলে জানা যায়, রামুতে ৪৩ হাজার ৮০৩ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে সোহেল সরওয়ার কাজল পেয়েছেন ১৬ হাজার ৯৮৪ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউছুফ ইকবাল মুকুট প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২৪ ভোট। এছাড়া ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের আবদুল্লাহ সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪০৮ ভোট। প্রজাপতি প্রতীক নিয়ে ৩৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুসরাত জাহান মুন্নী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসানা জেসমিন পপি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯৯৭ ভোট।

উখিয়া উপজেলায় ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়ে আনাসর প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৫২১ ভোট। এছাড়া আরেক চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৩৯ ভোট। তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন সাংবাদিক রাসেল চৌধুরী। হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহীন আকতার।

টেকনাফে ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম টেলিফোন প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী দিদার মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন সরওয়ার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ ভোট। আরেক প্রার্থী আবু ছিদ্দিক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৯২ ভোট। ফুটবল প্রতীক নিয়ে ৫৬ হাজার ৬৮১ ভোট পেয়ে নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মর্জিনা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী তাহেরা আক্তার মিলি পদ্মফুল প্রতীক নিয়ে ১৬ হাজার ৬০৩ ভোট ও গোলাপজান আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

কক্সবাজারের ৩ উপজেলায় ভোটগ্রহণ শেষ

রামুতে ভূট্টো, উখিয়ায় জাহাঙ্গীর ও টেকনাফে জাফর চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

কক্সবাজারে শান্তিপূর্ণভাবে শেষ হলো সর্বশেষ তিন উপজেলা নির্বাচন। নির্বাচনে রামুতে মোটরসাইকেল প্রতীকের সিরাজুল ইসলাম ভুট্টো, উখিয়া উপজেলায় আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী ও টেকনাফে আনারস প্রতীক নিয়ে জাফর আহমদ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। গণনা শেষে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বেসরকারি ফলাফলে জানা যায়, রামুতে ৪৩ হাজার ৮০৩ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে সোহেল সরওয়ার কাজল পেয়েছেন ১৬ হাজার ৯৮৪ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউছুফ ইকবাল মুকুট প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২৪ ভোট। এছাড়া ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের আবদুল্লাহ সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪০৮ ভোট। প্রজাপতি প্রতীক নিয়ে ৩৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুসরাত জাহান মুন্নী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসানা জেসমিন পপি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯৯৭ ভোট।

উখিয়া উপজেলায় ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়ে আনাসর প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৫২১ ভোট। এছাড়া আরেক চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৩৯ ভোট। তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন সাংবাদিক রাসেল চৌধুরী। হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহীন আকতার।

টেকনাফে ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম টেলিফোন প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী দিদার মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন সরওয়ার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ ভোট। আরেক প্রার্থী আবু ছিদ্দিক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৯২ ভোট। ফুটবল প্রতীক নিয়ে ৫৬ হাজার ৬৮১ ভোট পেয়ে নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মর্জিনা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী তাহেরা আক্তার মিলি পদ্মফুল প্রতীক নিয়ে ১৬ হাজার ৬০৩ ভোট ও গোলাপজান আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট।