০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর সেনাবাহিনী, সক্রিয় ক্যাম্প প্রশাসন

aerial, drone, landscape, LOCATION: Cox's Bazar, Bangladesh DATE: October 30, 2018 SUBJECT: Families, Family, Street Life, Cultural, Play, Sampan, Fishing Boats, Royhinga, Refugees CREW: Photographer: Ryan Donnell NY Producer: Jennifer Rupnik Local Producer: Ghazal Javed Marketing: Meredith Jacobson Local: Sesame Workshop Bangladesh (Khalil Rahman) Performers: Sayma Karim (Tuktuki); Asharaful Alam Khan (Halum); Sudip Chandra Das (Halum/righthand); Elmo (Shuvankar Das Shuvo);

বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখা গেছে সেনাবাহিনীর তৎপরতা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর চেকপোস্টে এপিবিএনের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাসদস্যরা।

সেনাবাহিনীর উখিয়া সমন্বয়কারী সেলের প্রধান কর্মকর্তার (টাস্ক গ্রুপ কমান্ডার) দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্ণেল আশফাকুর রহমান (এসজিপি, পিএসসি)।

সেলটির অফিসার ইন চার্জের দায়িত্বে আছেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসান অনিক, যিনি ক্যাম্প কমান্ডার হিসেবে উখিয়ার ১১ টি ক্যাম্প যথাক্রমে- কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এবং ১ ইস্ট ও ওয়েস্ট, ২ ইস্ট ও ওয়েস্ট, ৩,৪, ৪ এক্সটেনশন, ৫, ৬,৭, নং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সমন্বয় করবেন।

মুঠোফোনে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় সেনা সদস্যরা নিয়োজিত আছেন এবং চেকপোস্ট ও ক্যাম্পগুলোর আশেপাশে টহল জোড়ালো রাখার পাশাপাশি নিরাপত্তা জনিত যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে সেনাবাহিনী।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর সেনাবাহিনী, সক্রিয় ক্যাম্প প্রশাসন

প্রকাশিত সময় : ০৫:৫৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখা গেছে সেনাবাহিনীর তৎপরতা। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর চেকপোস্টে এপিবিএনের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাসদস্যরা।

সেনাবাহিনীর উখিয়া সমন্বয়কারী সেলের প্রধান কর্মকর্তার (টাস্ক গ্রুপ কমান্ডার) দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্ণেল আশফাকুর রহমান (এসজিপি, পিএসসি)।

সেলটির অফিসার ইন চার্জের দায়িত্বে আছেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসান অনিক, যিনি ক্যাম্প কমান্ডার হিসেবে উখিয়ার ১১ টি ক্যাম্প যথাক্রমে- কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এবং ১ ইস্ট ও ওয়েস্ট, ২ ইস্ট ও ওয়েস্ট, ৩,৪, ৪ এক্সটেনশন, ৫, ৬,৭, নং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সমন্বয় করবেন।

মুঠোফোনে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় সেনা সদস্যরা নিয়োজিত আছেন এবং চেকপোস্ট ও ক্যাম্পগুলোর আশেপাশে টহল জোড়ালো রাখার পাশাপাশি নিরাপত্তা জনিত যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে সেনাবাহিনী।