০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৭ ভিউ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর বিষদ গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপদেষ্টা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ফারুক ই আজম ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ সুবিধা কি দেওয়া হচ্ছে তাও দেখেন। তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বস্ত করেন।এর পর তিনি ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি, ই-ভাউচার সেন্টার ও লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম

প্রকাশিত সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর বিষদ গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপদেষ্টা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ফারুক ই আজম ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ সুবিধা কি দেওয়া হচ্ছে তাও দেখেন। তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বস্ত করেন।এর পর তিনি ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি, ই-ভাউচার সেন্টার ও লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন