বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত প্রতিবন্ধীর নাম খোরশেদ আলম (২০)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম মেম্বারের ছেলে।
আহতরা হলেন, নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।
নিহতের বাবা নুরুল আলম জানান, সকালে বাড়ির পাশে জমিতে গরু ছরাতে যায় খোরশেদ আলম। ঝড় বাতাসে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। ছেঁড়া তারে বৈদ্যুতিক শক খেয়ে খোরশেদ মারা যায়। অনেকক্ষণ বাড়ি ফিরে আসছে না দেখে তার ভাই জাহাঙ্গীর, রহিম ও মিজান এগিয়ে যায়। জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে পদুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন।