০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লুটপাট ও হামলা শিকার পাতাবাড়ি অসহায় খালেদা

গত ২ তারিখ পরিকল্পিতভাবে রুস্তমের বউ হাজেরা বেগম ও জামেলা বেগমের নেতৃত্বে জয়নাল সহ নাম না জানা-৬-৭ জন সন্ত্রাসী কায়দায় ঘরে একা তাকায় তারা সুযোগে বুঝে লোটপাট ও আমার স্বর্ণ ও ঋণ নেওয়া টাকা চুরি করতে গিয়ে আমি ঘুমের থেকে জেগে দেখি আমার চেনা পাশের ঘরে উক্ত নামি ব্যক্তিরা।
তখন আমি চিনে ফেলেছি দেখে আমাকে মারধর করে ,এলাকার মানুষ জেনে ফেলেছে দেখে টেনে হেঁচড়ে ঘরের বাহিরে নিয়ে অন্ধকার নিঝুম জায়গায় মারা গেছি ভেবে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।
জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে, হাসপাতালে কেন জানতে চাইলে, আমার ছোট ভাই প্রতিদিনের ন্যায় কাজ থেকে ফিরে ঘরে লুট লুটপাটের চিত্র ও বাহিরে অন্ধকারে আমাকে পরিত্যক্ত দেখে ৯৯৯ এ কল দিলে, উখিয়া থানার পুলিশ আমাকে উদ্ধার করে পরিবারের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

সচেতন মানুষ বলেছেন উক্ত সন্ত্রাসীদের ইন্দন দাতা এলাকার মহিলা প্রতিনিধি বলে মানুষের মুখ থেকে জানতে পারি। এলাকার মানুষ রাত হলে ও অনিরাপত্তাই ভুগে ঔসব লুটপাট ও হামলাকারীদের ভয়ে।
তারা বিভিন্ন অনৈতিক ও অসামাজিক এবং মারামারি সহ নানান সন্ত্রাসী মূলক কাজে লিপ্ত থাকে তাদের থেকে পরিত্রাণ পেতে চাই এলাকার সাধারণ মানুষ,।
বিচার চেয়ে ভুক্তভোগী অসহায় খালেদা থানায় অভিযোগ দায়ের করেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

লুটপাট ও হামলা শিকার পাতাবাড়ি অসহায় খালেদা

প্রকাশিত সময় : ০৬:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

গত ২ তারিখ পরিকল্পিতভাবে রুস্তমের বউ হাজেরা বেগম ও জামেলা বেগমের নেতৃত্বে জয়নাল সহ নাম না জানা-৬-৭ জন সন্ত্রাসী কায়দায় ঘরে একা তাকায় তারা সুযোগে বুঝে লোটপাট ও আমার স্বর্ণ ও ঋণ নেওয়া টাকা চুরি করতে গিয়ে আমি ঘুমের থেকে জেগে দেখি আমার চেনা পাশের ঘরে উক্ত নামি ব্যক্তিরা।
তখন আমি চিনে ফেলেছি দেখে আমাকে মারধর করে ,এলাকার মানুষ জেনে ফেলেছে দেখে টেনে হেঁচড়ে ঘরের বাহিরে নিয়ে অন্ধকার নিঝুম জায়গায় মারা গেছি ভেবে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।
জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে, হাসপাতালে কেন জানতে চাইলে, আমার ছোট ভাই প্রতিদিনের ন্যায় কাজ থেকে ফিরে ঘরে লুট লুটপাটের চিত্র ও বাহিরে অন্ধকারে আমাকে পরিত্যক্ত দেখে ৯৯৯ এ কল দিলে, উখিয়া থানার পুলিশ আমাকে উদ্ধার করে পরিবারের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

সচেতন মানুষ বলেছেন উক্ত সন্ত্রাসীদের ইন্দন দাতা এলাকার মহিলা প্রতিনিধি বলে মানুষের মুখ থেকে জানতে পারি। এলাকার মানুষ রাত হলে ও অনিরাপত্তাই ভুগে ঔসব লুটপাট ও হামলাকারীদের ভয়ে।
তারা বিভিন্ন অনৈতিক ও অসামাজিক এবং মারামারি সহ নানান সন্ত্রাসী মূলক কাজে লিপ্ত থাকে তাদের থেকে পরিত্রাণ পেতে চাই এলাকার সাধারণ মানুষ,।
বিচার চেয়ে ভুক্তভোগী অসহায় খালেদা থানায় অভিযোগ দায়ের করেন।