০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব হস্তান্তর করে কক্সবাজার পুলিশ লাইনে রিপোর্ট করতে বলার পাশাপাশি মোবারককে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এসআই মোবারক রবিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘৫০০ টাকার মামলা দিলে সাংবাদিকরা আব্বা ডাকে’ বলে ফেসবুকে একটি কমেন্টে করেন। এরপর থেকে বিষয়টি নানা সমালোচনার জন্ম দেয়।

এছাড়াও ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার এক ফেসবুক অনুসারীর করা মন্তব্যের ফিরতি জবাবে মোবারক সাংবাদিক বিশেষণের আগে ” বা*ছা* “এর মতো অশালীন ও দৃষ্টিকটু শব্দ জুড়ে দিয়ে দাবী করেন- ” অই বা*ছা* সাংবাদিককে ৫০০৳ এর মামলা দিতে গেলেই আব্বা ডাকে। যারা জাত এর সাংবাদিক তারা আউল ফাউল লিখে না।”

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার

প্রকাশিত সময় : ১১:১৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব হস্তান্তর করে কক্সবাজার পুলিশ লাইনে রিপোর্ট করতে বলার পাশাপাশি মোবারককে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এসআই মোবারক রবিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘৫০০ টাকার মামলা দিলে সাংবাদিকরা আব্বা ডাকে’ বলে ফেসবুকে একটি কমেন্টে করেন। এরপর থেকে বিষয়টি নানা সমালোচনার জন্ম দেয়।

এছাড়াও ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার এক ফেসবুক অনুসারীর করা মন্তব্যের ফিরতি জবাবে মোবারক সাংবাদিক বিশেষণের আগে ” বা*ছা* “এর মতো অশালীন ও দৃষ্টিকটু শব্দ জুড়ে দিয়ে দাবী করেন- ” অই বা*ছা* সাংবাদিককে ৫০০৳ এর মামলা দিতে গেলেই আব্বা ডাকে। যারা জাত এর সাংবাদিক তারা আউল ফাউল লিখে না।”