০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে স্বর্ণালংকার,দেশী-বিদেশী মুদ্রা ও বিবিধপণ্য জব্দ: ২ মিয়ানমার নাগরিক আটক

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৭ ভিউ

নাইক্ষংছড়িস্থ ১১ বিজিবি’র বিশেষ টহলদলের অভিযানে ১ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের পাত, মিয়নমারের মুদ্রা, এবং বাংলাদেশী বিপুল পরিমাণ বিবিধপণ্য সহ মিউলাইং ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি’র দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে  নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি  নামক এলাকায় বিজিবি’র চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার মুদ্রা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশের তৈরি বিভিন্ন প্রকারের পণ্য সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

সীমান্তে স্বর্ণালংকার,দেশী-বিদেশী মুদ্রা ও বিবিধপণ্য জব্দ: ২ মিয়ানমার নাগরিক আটক

প্রকাশিত সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নাইক্ষংছড়িস্থ ১১ বিজিবি’র বিশেষ টহলদলের অভিযানে ১ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের পাত, মিয়নমারের মুদ্রা, এবং বাংলাদেশী বিপুল পরিমাণ বিবিধপণ্য সহ মিউলাইং ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি’র দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে  নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি  নামক এলাকায় বিজিবি’র চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার মুদ্রা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশের তৈরি বিভিন্ন প্রকারের পণ্য সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।