১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ

পদত্যাগে সম্মত হয়েছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান দেশগুলোর নিয়ে গঠিত কমিউনিটি ক্যারিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাইতির রাজনৈতিক সংকট নিয়ে জামাইকায় সোমবার এক বৈঠকের পর এ ঘোষণা দেন ক্যারিকমের চেয়ারম্যান। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতার পাশাপাশি তার পদত্যাগের জন্য চাপের মুখে হেনরি পদত্যাগে সম্মত হলেন।
বৈঠকের পর ক্যরিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করছি আমরা। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে আটকে রয়েছেন। গ্যাং সহিংসতা ও গোষ্ঠীগুলোর বাধার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি হাইতিতে কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক নিরাপত্তা বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে নাইরোবি সফরে যান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি সফরের উদ্দেশে দেশ ছাড়া মাত্রই এই সহিংসতা ছড়িয়ে পড়ে। গ্যাং লিডার জিমি চেরিজিয়ার এরিয়েল হেনরিকে উৎখাতের জন্য সমন্বিত আক্রমণের ঘোষণা দেন। পুলিশ কর্মকর্তা থেকে গ্যাং লিডার বনে যাওয়া জিমি চেরিজিয়ারের বিরুদ্ধে পোর্ট-অ-প্রিন্সে বেশ কয়েকটি গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যাকাণ্ডের শিকার হন। তার পর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি নিহত হওয়ার পর হাইতিতে গ্যাংসংশ্লিষ্ট সহিংসতা আরও বেড়ে যায়।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ

প্রকাশিত সময় : ১২:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

পদত্যাগে সম্মত হয়েছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান দেশগুলোর নিয়ে গঠিত কমিউনিটি ক্যারিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাইতির রাজনৈতিক সংকট নিয়ে জামাইকায় সোমবার এক বৈঠকের পর এ ঘোষণা দেন ক্যারিকমের চেয়ারম্যান। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতার পাশাপাশি তার পদত্যাগের জন্য চাপের মুখে হেনরি পদত্যাগে সম্মত হলেন।
বৈঠকের পর ক্যরিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করছি আমরা। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে আটকে রয়েছেন। গ্যাং সহিংসতা ও গোষ্ঠীগুলোর বাধার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি হাইতিতে কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক নিরাপত্তা বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে নাইরোবি সফরে যান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি সফরের উদ্দেশে দেশ ছাড়া মাত্রই এই সহিংসতা ছড়িয়ে পড়ে। গ্যাং লিডার জিমি চেরিজিয়ার এরিয়েল হেনরিকে উৎখাতের জন্য সমন্বিত আক্রমণের ঘোষণা দেন। পুলিশ কর্মকর্তা থেকে গ্যাং লিডার বনে যাওয়া জিমি চেরিজিয়ারের বিরুদ্ধে পোর্ট-অ-প্রিন্সে বেশ কয়েকটি গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যাকাণ্ডের শিকার হন। তার পর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি নিহত হওয়ার পর হাইতিতে গ্যাংসংশ্লিষ্ট সহিংসতা আরও বেড়ে যায়।