০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৃথা উল্লাস

হে তরুণ
কোথায় তোমার দ্বীনের দাওয়াত!
কোথায় রেসালাত!
কোথায় তোমার আলোর মিছিল,
কোথায় হেদায়াত!

কথা ছিল,

হৃদয় ঢেলে ছড়াবে আলো,
দুরিবে অন্ধকার,
দুঃখ গ্লানি কেটে সবার,,
হবে প্রশান্ত প্রাণ।

চেয়ে দেখ,
চারদিকে শুধু কান্নার রুল,
হয়েছে আকাশ ভারী,
বঞ্চিতদের আর্তনাদে,
আসমান উঠে কাঁপি।

ও হে তরুণ,
আসবে কবে আলোর মিছিল,
নিয়ে সত্যের ডাক,
ফুটাবে হাসি সবার মুখে,
গড়িবে শান্তি আবাস।

সময় তোমার আসছে ফুরিয়ে,
কি করেছ তবে,
সব হিসাবের খুটিনাটি,
জবাব যে দিতে হবে।

এখনো সময় আছে বাকি,
দাও কোরআনের দাওয়াত।
ক্ষনিকের এই যাত্রা পথে,
তবে কিসের এত উল্লাস!

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

বৃথা উল্লাস

প্রকাশিত সময় : ০১:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

হে তরুণ
কোথায় তোমার দ্বীনের দাওয়াত!
কোথায় রেসালাত!
কোথায় তোমার আলোর মিছিল,
কোথায় হেদায়াত!

কথা ছিল,

হৃদয় ঢেলে ছড়াবে আলো,
দুরিবে অন্ধকার,
দুঃখ গ্লানি কেটে সবার,,
হবে প্রশান্ত প্রাণ।

চেয়ে দেখ,
চারদিকে শুধু কান্নার রুল,
হয়েছে আকাশ ভারী,
বঞ্চিতদের আর্তনাদে,
আসমান উঠে কাঁপি।

ও হে তরুণ,
আসবে কবে আলোর মিছিল,
নিয়ে সত্যের ডাক,
ফুটাবে হাসি সবার মুখে,
গড়িবে শান্তি আবাস।

সময় তোমার আসছে ফুরিয়ে,
কি করেছ তবে,
সব হিসাবের খুটিনাটি,
জবাব যে দিতে হবে।

এখনো সময় আছে বাকি,
দাও কোরআনের দাওয়াত।
ক্ষনিকের এই যাত্রা পথে,
তবে কিসের এত উল্লাস!