হোয়াইক্যংয়ে মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব১৫। এ সময় মাদক পাচারে জড়িত এক কারবারীকে গ্রেফতার হয়।
২৬ সেপ্টেম্বর সকাল পৌণে ৭ টার দিকে র্যাব ১৫'র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল এ অভিযান চালান।র্যাব জানতে পারেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় মৃত জাফর ইসলামের বাড়ির সামনে কতিপয় লোক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন এমন খবরে বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত জাফর ইসলামের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই উক্ত স্থানে অবস্থানরত কতিপয় লোক দৌড়ে পলায়নের চেষ্টাকালে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা আরেক ব্যক্তি কৌশলে দ্রুত পলায়ন করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তিমতে তাঁর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী হলো,রেজাউল ইসলাম(২৭), পিতা-মৃত জাফর ইসলাম, মাতা-ফাতেমা বেগম,মধ্যহ্নীলার কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড হোয়াইক্যং ইউনিয়নস্থ টেকনাফ উপজেলার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল জানায়, র্যাব'র উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তি তাঁর অন্যতম সহযোগী এবং তাঁরা দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫।