কক্সবাজারের চকরিয়ায় যুবলীগ নেতার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে।
শুক্রবার (১৫ মার্চ) রাতে চকরিয়া পৌরশহরের ম্যাক্স হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা হাসানগীর হোসাইন স্থানীয় চিরিঙ্গা এলাকার বাসিন্দা এবং চকরিয়া পৌর যুবলীগের সভাপতি। খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারীদের চাপাতি ও মাস্তুলের আঘাতে গুরুতর জখম ওই যুবলীগ নেতা। কোপানোর সময় দৌঁড়াদৌড়ি করেও রক্ষা হয়নি হাসানগীরের। কোপানোর এটি ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায় তাকে যখন কোপানো হচ্ছিল সেখানে অনেক মানুষই দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউই বাঁচাতে এগিয়ে আসেনি।
এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে চিরিঙ্গা সোসাইটি শাহে জামে মসজিদে তারাবির নামাজ পড়তে বের হন হাসানগীর। পথিমধ্যে ম্যাক্স হাসপাতাল এলাকায় পৌঁছলে সেখানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীরের নেতৃত্বে চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জন হাসানগীরের ওপর হামলা চালায়।
আহতের ভাই চকরিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলামের দাবি, সাবেক এমপি জাফর আলমের নির্দেশে চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি লায়ন আলমগীর চৌধুরীর নেতৃত্বে তার ভাইয়ের ওপর এই হামলা চালানো হয়েছে।
এদিকে অভিযোগ সম্পর্কে জানতে পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। পরে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এরইমধ্যে অভিযোগ পেয়েছেন তারা। বিষয়টি ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকে এই হামলার ঘটনা। দোষীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের।
০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
যুবলীগ নেতাকে প্রকাশ্যে কোপাল প্রতিপক্ষরা
- প্রতিনিধির নাম
- প্রকাশিত সময় : ০৭:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- ১১৫ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়