০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

বাংলাদেশি জাহাজ জিম্মির ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন হয়েছে। অবশেষে জানা গেছে, সোমালিয়ান জলদস্যুরা জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএমের সঙ্গে যোগাযোগ করেছে।

বুধবার (২০ মার্চ) কেএসআরএম গ্রুপের মিডিয়াবিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা যোগাযোগ করেছে।

মিজানুল ইসলাম বলেন, আজকেই জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি, তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।

জলদস্যুরা যোগাযোগ করলেও মুক্তিপণের বিষয়ে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে নিয়ে যায় জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন বলে জানা গেছে।

এরপর তিন দিনের মাথায় জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

প্রকাশিত সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

বাংলাদেশি জাহাজ জিম্মির ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন হয়েছে। অবশেষে জানা গেছে, সোমালিয়ান জলদস্যুরা জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএমের সঙ্গে যোগাযোগ করেছে।

বুধবার (২০ মার্চ) কেএসআরএম গ্রুপের মিডিয়াবিষয়ক উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা যোগাযোগ করেছে।

মিজানুল ইসলাম বলেন, আজকেই জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি, তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।

জলদস্যুরা যোগাযোগ করলেও মুক্তিপণের বিষয়ে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে নিয়ে যায় জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন বলে জানা গেছে।

এরপর তিন দিনের মাথায় জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।