১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোতে কনসার্টে হামলা: ইউক্রেন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো রাশিয়া

মস্কোতে কনসার্ট হলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা যে কোনও তথ্য অবশ্যই শেয়ার করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২২ মার্চ) এই কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তিনি বলছিলেন, মস্কোর কাছে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেনের জড়িত না থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয়, তবে এ বিষয়ে তাদের কাছে থাকা যে কোনও তথ্য রাশিয়ার সঙ্গে শেয়ার করা উচিত।

এর আগে, হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছিলেন, ‘এই ঘটনার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়রা জড়িত ছিল এমন কোনও আলামত নেই।’

এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘হোয়াইট হাউজ বলেছিলেন, ‘মস্কোতে সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়দের জড়িত থাকার কোনও লক্ষণ দেখছে না তারা। একটি শোকাবহ ঘটনার মাঝেই মার্কিন কর্মকর্তারা কীসের ভিত্তিতে কোনও ব্যক্তির নির্দোষিতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান?’

তিনি বলেন, ওয়াশিংটনের কাছে কোনও তথ্য থাকলে তা শেয়ার করা উচিত। আর তা না থাকলে তাদের এমনভাবে কথা বলা উচিত নয়।

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে শুক্রবার (২২ মার্চ) রাতে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ৬০ জনেও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তবে ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও হামলার জন্য কারা দায়ী এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

মস্কোতে কনসার্টে হামলা: ইউক্রেন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো রাশিয়া

প্রকাশিত সময় : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

মস্কোতে কনসার্ট হলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা যে কোনও তথ্য অবশ্যই শেয়ার করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২২ মার্চ) এই কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তিনি বলছিলেন, মস্কোর কাছে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেনের জড়িত না থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয়, তবে এ বিষয়ে তাদের কাছে থাকা যে কোনও তথ্য রাশিয়ার সঙ্গে শেয়ার করা উচিত।

এর আগে, হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছিলেন, ‘এই ঘটনার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়রা জড়িত ছিল এমন কোনও আলামত নেই।’

এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘হোয়াইট হাউজ বলেছিলেন, ‘মস্কোতে সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়দের জড়িত থাকার কোনও লক্ষণ দেখছে না তারা। একটি শোকাবহ ঘটনার মাঝেই মার্কিন কর্মকর্তারা কীসের ভিত্তিতে কোনও ব্যক্তির নির্দোষিতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান?’

তিনি বলেন, ওয়াশিংটনের কাছে কোনও তথ্য থাকলে তা শেয়ার করা উচিত। আর তা না থাকলে তাদের এমনভাবে কথা বলা উচিত নয়।

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে শুক্রবার (২২ মার্চ) রাতে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ৬০ জনেও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তবে ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও হামলার জন্য কারা দায়ী এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।