০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাকমারকুল অংশে মালবাহী ট্রাক চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছে। তার নাম আতিকুর রহমান (২৯)।

সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।

নিহত আতিক রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।

রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন- ভ্রমণে কক্সবাজার আসে কয়েকজন। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। হাসপাতালে নেয়ার পর মারা যান বাইক আরোহী সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান- এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

কক্সবাজারে ট্রাক চাপায় সেনা সদস্য নিহত

প্রকাশিত সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাকমারকুল অংশে মালবাহী ট্রাক চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছে। তার নাম আতিকুর রহমান (২৯)।

সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।

নিহত আতিক রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন।

রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন- ভ্রমণে কক্সবাজার আসে কয়েকজন। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। হাসপাতালে নেয়ার পর মারা যান বাইক আরোহী সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান- এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।