টাকার বিনিময়ে মানুষ কাজ করে বিষয়টি খুবই স্বাভাবিক। আবার অপকর্মও করে থাকে তারই প্রমাণ এক যুবক।
টাকার বিনিময়ে এডিট করে মেয়েদের ছবি অশ্লীল করে ভাইরাল করে সে। এমন অভিযোগে ইফতেকার উদ্দিন ইমন নামে সেই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ।
তিনি গণমাধ্যমে জানান, ৯ ডিসেম্বর ভুক্তভোগী এক নারী ধানমন্ডি থানায় অভিযোগ করেন যে, কে বা কারা তার ছবি এডিটিং করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়েছে। বিষয়টি জানার পর তিনি বিব্রতকর অবস্থায় পড়েন। এ অবস্থা থেকে রক্ষা পেতে তিনি থানায় অভিযোগ করেন এবং আইনের সহায়তা চান। পর্নোগ্রাফি আইনে করা মামলার বিষয়টি তদন্ত করে সত্যতা মেলে এবং ইমন নামে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ওই যুবক স্বীকার করেছেন তিনি টাকার বিনিময়ে ওই নারীর ছবি ফেসবুকে ভাইরাল করেছিলেন।