র্যাব—১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি—ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
ডিএমপি খিলক্ষেত থানার মামলা নং—২৪(৮)১৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ)/৪০/৪১, প্রসেস নং—২০৯৫৪/২১ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাত্তার’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব—১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, র্যাব—১৫, সিপিসি—১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ১৬.৪৫ ঘটিকার সময় র্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুস সাত্তার (৩৬), পিতা—নুরুল ইসলাম, সাং—নাজিরপাড়া, ওয়ার্ড নং—০৮, ইউনিয়ন—টেকনাফ সদর, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া থানার মামলা নং—২৮(৯)২০, জি আর—২১৪/২০, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(খ)/২৬ (১)/৪১, প্রসেস নং—১১৯২৮/২১ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইউসুফ প্রকাশ জালাল’কে আইনের আওতায় নিয়ে আসতে গত ১৭ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ২০.৩০ ঘটিকায় সিপিসি—১, টেকনাফ ক্যাম্প কর্তৃক টেকনাফের নাজিরপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইউসুফ প্রঃ জালাল (৩০), পিতা—আব্দুল মালেক, সাং—বড়ইতলী, ওয়ার্ড নং—০৩, ইউনিয়ন—টেকনাফ সদর, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীদ্বয় নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন—শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এ যাবত পর্যন্ত বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।