০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাটের মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) সকাল পৌনে ৯টার দিকে মোংলা বাসস্যান্ড ঘাট থেকে মোংলার মামারঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের কারখানার শ্রমিক ছিলেন।

তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠছেন। নদীর পাড় এলাকায় ট্রলারটি ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে এলেও কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

তবে কতজন নিখোঁজ আছেন তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না প্রশাসন। কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইউএনও নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রীদের স্বজনরা। ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি

প্রকাশিত সময় : ০৬:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

বাগেরহাটের মোংলা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) সকাল পৌনে ৯টার দিকে মোংলা বাসস্যান্ড ঘাট থেকে মোংলার মামারঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের কারখানার শ্রমিক ছিলেন।

তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠছেন। নদীর পাড় এলাকায় ট্রলারটি ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে এলেও কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

তবে কতজন নিখোঁজ আছেন তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না প্রশাসন। কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইউএনও নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রীদের স্বজনরা। ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।