১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রকে বলাৎকার, অভিযুক্ত দোকানি গ্রেফতার

কক্সবাজার সদরের খরুলিয়ায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত সেই ছলিম (৫০) নামে এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খরুলিয়া ঘাটপাড়া এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৬ জুন রাতে ওই দোকানি ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গ্রেফতার ছলিম ঝিলংজার ৮নং ওয়ার্ডের খরুলিয়া ঘাটপাড়া এলাকার জইলাবাড়ীর পালিত ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার ছাত্রের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জুন রাতে অভিযুক্ত ছলিমের দোকানে বসে আড্ডা দেয়ার সময় ওই ছাত্রকে টাকার লোভ দেখিয়ে মসজিদের পেছেনের বিলে ডেকে নিয়ে যায়। টাকা ও নাস্তার লোভ দেখিয়ে তার প্যান্ট খুলে খারাপ কাজ করে। এবং ওই ছাত্রের শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। এসময় রাস্তা দিয়ে তার দুই বন্ধুকে হেঁটে যেতে দেখে ছলিম দৌড়ে পালিয়ে গেলে কিছুক্ষণ পর তারা এসে তাকে এসে উদ্ধার করে।

এরপর থেকে অভিযুক্ত ছলিম ওই ছাত্রকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যাতে নিজের অপরাধ আড়াল করতে তাকে জিম্মি করে একটি ভিড়িও আদায় করে ফেইসবুকে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগী ছাত্রের মা থানা পুলিশের ধারস্ত হন।

এদিকে, এই ঘটনা জানাজানি হলে স্থানীয় ছলিমসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীরা মিলে সালিস বসিয়ে টাকার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পায়তারা চালিয়ে আসছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য গ্রামের বিচারকরা হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য, সংস্কার বিষয়ে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ- ধর্ম উপদেষ্টা

টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রকে বলাৎকার, অভিযুক্ত দোকানি গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

কক্সবাজার সদরের খরুলিয়ায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত সেই ছলিম (৫০) নামে এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খরুলিয়া ঘাটপাড়া এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৬ জুন রাতে ওই দোকানি ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গ্রেফতার ছলিম ঝিলংজার ৮নং ওয়ার্ডের খরুলিয়া ঘাটপাড়া এলাকার জইলাবাড়ীর পালিত ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার ছাত্রের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জুন রাতে অভিযুক্ত ছলিমের দোকানে বসে আড্ডা দেয়ার সময় ওই ছাত্রকে টাকার লোভ দেখিয়ে মসজিদের পেছেনের বিলে ডেকে নিয়ে যায়। টাকা ও নাস্তার লোভ দেখিয়ে তার প্যান্ট খুলে খারাপ কাজ করে। এবং ওই ছাত্রের শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। এসময় রাস্তা দিয়ে তার দুই বন্ধুকে হেঁটে যেতে দেখে ছলিম দৌড়ে পালিয়ে গেলে কিছুক্ষণ পর তারা এসে তাকে এসে উদ্ধার করে।

এরপর থেকে অভিযুক্ত ছলিম ওই ছাত্রকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যাতে নিজের অপরাধ আড়াল করতে তাকে জিম্মি করে একটি ভিড়িও আদায় করে ফেইসবুকে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগী ছাত্রের মা থানা পুলিশের ধারস্ত হন।

এদিকে, এই ঘটনা জানাজানি হলে স্থানীয় ছলিমসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীরা মিলে সালিস বসিয়ে টাকার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পায়তারা চালিয়ে আসছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য গ্রামের বিচারকরা হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে।