বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মে) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউপির জুর্ভারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ভানলাল খিয়াং বম (৩৭)। সে জুরভারং পাড়া এলাকার লালমিন সম বমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুরভারং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যের পোশাক ছিল। যৌথবাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বন্ধুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’