০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১.৫ মেট্রিক টন মাছ জব্দ

  • শহিদুল ইসলাম
  • প্রকাশিত সময় : ০৪:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৯১ ভিউ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন মৎস্য ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১.৫ মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে। অবৈধ এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই ২০২৪ খ্রি. পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ বিকাল ৩ পর্যন্ত টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে এই মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা
সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,নৌ পুলিশ পরিদর্শক, টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, বাহারছড়া কন্টিনজেন্ট কমান্ডার, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শকসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সরকারি আইন অমান্য করে যারা সমুদ্রে কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

টেকনাফে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১.৫ মেট্রিক টন মাছ জব্দ

প্রকাশিত সময় : ০৪:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন মৎস্য ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১.৫ মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে। অবৈধ এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই ২০২৪ খ্রি. পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ বিকাল ৩ পর্যন্ত টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে এই মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা
সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,নৌ পুলিশ পরিদর্শক, টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, বাহারছড়া কন্টিনজেন্ট কমান্ডার, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শকসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সরকারি আইন অমান্য করে যারা সমুদ্রে কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।