১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন পর্যটক

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক স্প্যানিশ পর্যটক। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের পিলানেসবার্গ ন্যাচারাল পার্ক। বুধবার (১০ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই (রোববার) সকালের দিকে তিন বন্ধুকে নিয়ে সেখানে বন্যপ্রাণী দেখতে যান ওই স্প্যানিশ পর্যটক। পার্কের গেট দিয়ে ঢোকার পরে তাদের চোখে পড়ে হাতির পাল। কাছে থেকে ছবি তুলতে ওই পর্যটক বন্ধুদের ছেড়ে গাড়ি থেকে নেমে চলে যান হাতির পালের দিকে।
সবার বারণ সত্ত্বেও তিনি ক্যামেরা হাতে ছুটে যান হাতির পালের দিকে। এ সময় একটি হাতি তার দিকে তেড়ে আসে। এরপর পিছনে দৌড়ে আসে হাতির গোটা পালই। ওই পরিস্থিতি থেকে আর ফিরতে পারেননি স্প্যানিশ পর্যটক। এক পর্যায়ে প্রথমে তেড়ে আসা হাতিটি পিষে দেয় তাকে।

প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলেও বাঁচাতে পারেনি স্থানীয় প্রশাসন ও তার বন্ধুরা।

৮ জুলাই (সোমবার) নর্থ ওয়েস্ট পার্কস অ্যান্ড ট্যুরিজ়ম বোর্ডের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে সিইও থামি মাশেগো স্পষ্ট জানিয়েছেন, ক্যামেরা হাতে ছুটে আসা পর্যটককে ধরাশায়ী করেই ঝোপের মধ্যে ঢুকে যায় হাতিটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতির পালে একাধিক শাবক ছিল। স্প্যানিশ পর্যটককে ছুটে আসতে দেখে বাচ্চাদের নিরাপত্তার তাগিদেই এগিয়ে এসে তাকে ধরাশায়ী করে মাদি হাতিটি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন পর্যটক

প্রকাশিত সময় : ০২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক স্প্যানিশ পর্যটক। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের পিলানেসবার্গ ন্যাচারাল পার্ক। বুধবার (১০ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই (রোববার) সকালের দিকে তিন বন্ধুকে নিয়ে সেখানে বন্যপ্রাণী দেখতে যান ওই স্প্যানিশ পর্যটক। পার্কের গেট দিয়ে ঢোকার পরে তাদের চোখে পড়ে হাতির পাল। কাছে থেকে ছবি তুলতে ওই পর্যটক বন্ধুদের ছেড়ে গাড়ি থেকে নেমে চলে যান হাতির পালের দিকে।
সবার বারণ সত্ত্বেও তিনি ক্যামেরা হাতে ছুটে যান হাতির পালের দিকে। এ সময় একটি হাতি তার দিকে তেড়ে আসে। এরপর পিছনে দৌড়ে আসে হাতির গোটা পালই। ওই পরিস্থিতি থেকে আর ফিরতে পারেননি স্প্যানিশ পর্যটক। এক পর্যায়ে প্রথমে তেড়ে আসা হাতিটি পিষে দেয় তাকে।

প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলেও বাঁচাতে পারেনি স্থানীয় প্রশাসন ও তার বন্ধুরা।

৮ জুলাই (সোমবার) নর্থ ওয়েস্ট পার্কস অ্যান্ড ট্যুরিজ়ম বোর্ডের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে সিইও থামি মাশেগো স্পষ্ট জানিয়েছেন, ক্যামেরা হাতে ছুটে আসা পর্যটককে ধরাশায়ী করেই ঝোপের মধ্যে ঢুকে যায় হাতিটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতির পালে একাধিক শাবক ছিল। স্প্যানিশ পর্যটককে ছুটে আসতে দেখে বাচ্চাদের নিরাপত্তার তাগিদেই এগিয়ে এসে তাকে ধরাশায়ী করে মাদি হাতিটি।