০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাখাইনে আগুনের কুণ্ডলী, আতঙ্কে টেকনাফ সীমান্তের বাসিন্দারা

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ। পাশাপাশি সেখানে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাইট্যং পাড়া, পৌরসভার জালিয়া পাড়া, সদরের নাজির পাড়া ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপ থেকে মিয়ানমারে ওপারে সীমান্তের তীরের গ্রামগুলোয় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সীমান্তে ওপারে গোলার বিকট শব্দে এপারের সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে। পাশাপাশি নাফ নদের ওপারে কয়েকটি স্পটে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ হোছাইন বলেন, রাতভর সীমান্তজুড়ে বিকট গোলার শব্দ পাওয়া গেছে। সকাল থেকে সীমান্তের ওপারে আগুন জ্বলছে। এভাবে চলতে থাকলে আবার রোহিঙ্গাদের ঢল নামতে পারে।

সীমান্তের গোলার বিকট শব্দের কারণে নির্ঘুম রাত কাটাতে হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের সীমান্তের বাসিন্দা মাহাবুবুর রহমান। তিনি বলেন, আবার দু’দিন ধরে সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে।

টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, আজকেও সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে নতুন করে যাতে কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

হারানো বিজ্ঞপ্তি 

রাখাইনে আগুনের কুণ্ডলী, আতঙ্কে টেকনাফ সীমান্তের বাসিন্দারা

প্রকাশিত সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ। পাশাপাশি সেখানে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাইট্যং পাড়া, পৌরসভার জালিয়া পাড়া, সদরের নাজির পাড়া ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপ থেকে মিয়ানমারে ওপারে সীমান্তের তীরের গ্রামগুলোয় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সীমান্তে ওপারে গোলার বিকট শব্দে এপারের সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে। পাশাপাশি নাফ নদের ওপারে কয়েকটি স্পটে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ হোছাইন বলেন, রাতভর সীমান্তজুড়ে বিকট গোলার শব্দ পাওয়া গেছে। সকাল থেকে সীমান্তের ওপারে আগুন জ্বলছে। এভাবে চলতে থাকলে আবার রোহিঙ্গাদের ঢল নামতে পারে।

সীমান্তের গোলার বিকট শব্দের কারণে নির্ঘুম রাত কাটাতে হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের সীমান্তের বাসিন্দা মাহাবুবুর রহমান। তিনি বলেন, আবার দু’দিন ধরে সীমান্তে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে।

টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, আজকেও সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে নতুন করে যাতে কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন।