১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দু’পক্ষের গোলাগুলি, একজন নিহত

  • এম এ সাত্তার:
  • প্রকাশিত সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ৫১ ভিউ

 

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার ভোররাত ৫টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৫ নম্বর ব্লকে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

ক্যাম্পে বসবাসকারি রোহিঙ্গারা বলছে, নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা। তার নাম ছৈয়দ করিম, বয়স ৩৭। দুই গ্রুপের গোলাগুলিতে একপক্ষের গুলি লেগে সে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ক্যাম্পের মধ্যে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে একেঅপরের সাথে গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। গোলাগুলির এক পর্যায়ে গুলি লেগে রোহিঙ্গা সৈয়দ করিমের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। গোলাগুলির ঘটনায় আতঙ্কের মধ্যে আছেন ক্যাম্পে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি। এর পেছনে কে বা কারা জড়িত সেটা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দু’পক্ষের গোলাগুলি, একজন নিহত

প্রকাশিত সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

 

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার ভোররাত ৫টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৫ নম্বর ব্লকে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

ক্যাম্পে বসবাসকারি রোহিঙ্গারা বলছে, নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা। তার নাম ছৈয়দ করিম, বয়স ৩৭। দুই গ্রুপের গোলাগুলিতে একপক্ষের গুলি লেগে সে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ক্যাম্পের মধ্যে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে একেঅপরের সাথে গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। গোলাগুলির এক পর্যায়ে গুলি লেগে রোহিঙ্গা সৈয়দ করিমের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। গোলাগুলির ঘটনায় আতঙ্কের মধ্যে আছেন ক্যাম্পে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি। এর পেছনে কে বা কারা জড়িত সেটা খতিয়ে দেখতে তদন্ত চলছে।