নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বসতভিটির জায়গা প্রতিপক্ষরা দখল করে ঘেরাবেড়া দিয়েছে,তা দেখতে গিয়ে প্রতিপক্ষের হাতে লাশ হয়েছে এক যুবক।ওই যুবক’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।আর আহত হয়েছে নিহতের বাবা।১২ আগষ্ট রাত একটার দিকে ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জলপাইতলীতে এ ঘটনা ঘটেছে।নিহত যুবক জামাল উদ্দিন (২৭)ওই এলাকার আবুল কালাম প্রকাশ কলিমের ছেলে।জামাল উদ্দিনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।স্ত্রী বর্তমানেও সন্তান সম্ভাবা বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,জলপাইতলী এলাকার আবদুল হাকিম এবং শাহকামালের পরিবারের সাথে আবুল কালাম কলিমের বসতভিটির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছিল।এর জেরে ১১ আগষ্ট দিনের বেলায় আবুল কালাম কলিমের বসতভিটির জায়গার অংশে আবদুল হাকিমের পরিবার ঘেরাবেড়া ও সীমানা খুটি স্থাপন করে।১১ আগষ্ট
দিনের শেষে রাত বারোটার দিকে আবুল কালাম কলিমের ছেলে জামাল উদ্দিন বাড়িতে ফিরলে বাবা-মা,স্ত্রী তাদের জায়গা দখল করে সীমানা খুটি স্থাপন ও ঘেরাবেড়া দেওয়ার কথা জানান ছেলে জামাল উদ্দিনকে।এ কথা শোনে জামাল উদ্দিন তাদের দখল করা বসতভিটির অংশ দেখতে রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে যান।ওই সময় পুর্ব থেকেই উৎপেতে থাকা আবদুল হাকিম,তার ছেলে আফলাতুন কায়সার,শাহকামাল, তার ছেলে শিমু ও রবি কোন কিছু বুঝে উঠার আগেই জামাল উদ্দিন কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।জামাল উদ্দিনের সোরচিৎকারে তার বাবা আবুল কালাম কলিম এগিয়ে গেলে তাকেও বেধম পিঠিয়ে রক্তাক্ত জখম করেন প্রতিপক্ষরা।ওই সময় স্থানীয় প্রতিবেশী লোকজন এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।পিতা-পুত্রকে গুরুতর জখমাবস্থায় উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।নিহতের স্বজন মাওলানা এনামুল হক ও মো.ছৈয়দুল জানান,জামাল উদ্দিন ও তার বাবা কলিমকে আবদুল হাকিম তার ছেলে ছেলে আফলাতুন কায়সার,শাহকামাল,তার ছেলে শিমু ও রবি সহ ১০/১২ জন লোক কুপিয়েছে।এতে জামাল উদ্দিন মারা গেছে।কলিমও গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের মারফতে খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে যান।নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়,এমন তথ্য নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক(এসআই)পাবেল মল্লিক।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি)
মো.আবদুল মান্নান বলেন,ঘুমধুমে জায়গা-জমি বিরোধের জেরে একজন নিহত হয়েছে।এবং নিহতের বাবা আহত হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ঘটনায় জড়িত ঘাতকদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।এ সংক্রান্তে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে
০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
ঘুমধুমে বসতভিটি’র সীমানা বিরোধের জের: প্রতিপক্ষের হাতে ছেলে নিহত:বাবা আহত!
- শ.ম.গফুর:
- প্রকাশিত সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- ২০৮ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়