০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 যে সড়কে খাঁজনার চেয়ে বাজনা বেশী! 

বান্দরবান জেলার সর্ব দক্ষিণের সীমান্ত জনপদ ঘুমধুম ইউনিয়নের ৬ ওয়ার্ডের কচুবনিয়া টু নাইক্ষ্যংছড়ি সড়ক এটি।এ সড়ক দিয়ে প্রতিদিন বড়-সরো শত-শত যানবাহন চলাচল করে।যাতায়াত রয়েছে নানা শ্রেণীপেশার সহস্র জনসাধারণের। টানা ১৬ বছর রাষ্ট্র পরিচালনায় আওয়ামীলীগ দল ছিল।এ সময়েই সড়কটি ব্রীক সলিন থেকে পিচ সড়কে উন্নত হয়।দু:খজনক হলেও সত্য যে,দায়সারা কাজ সম্পন্ন করার ফলে বেশীদিন ঠেকেনি সড়কের গুণগত মান।এর ফলে গত দুই বছর ধরে উক্ত সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড়-সরো অর্ধশতাধিক খানাখন্দক ও গর্তের।পুরোপুরি পীচ ঢালাই উঠে গেছে।ফিরে এসেছে পুর্বের মান্ধাতার আমলে।এতে এই সড়ক দিয়ে চলাচলরত জন সাধারণের মাঝে দুর্ভোগ যেনো নিত্যদিনের সঙ্গী হয়ে আছে।চলাচলরত যান ও জনসাধারণের অতিরিক্ত সময় ও ভাড়া খোয়াচ্ছে। পরিত্রাণ পেতে এবং দুর্ভোগ লাঘবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন ওই সড়কের প্রতিদিনের সারথী হাফেজ জাহেদুল আলম।সে ঘুমধুমের ঐতিহ্যবাহী শিকদার বংশের মরহুম আবদুল কাদের শিকদারের সুযোগ্য তনয়।সে অনেক সময় আক্ষেপ করে লিখা পোস্ট করেন। তার দাবী কবে নাগাদ সড়কটি জন সাধারণের সুখের সারথী হবে?।

ছবি ও কথা-শ.ম.গফুর।