০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমধুম সীমান্তের ওপারের চোরাই বাজার !

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০৫:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৮৬ ভিউ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের জলপাইতলীর ওপারের ছবি এটি।

সীমান্তের কাটা তাঁর লাগোয়া হলুদ পতাকা চিহ্নিত স্থানটি মিয়ানমারের ফকিরাঘোনায় গড়ে তোলা পাচার করা পণ্যের বাজার।যে বাজারের প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী বাংলাদেশের ঘুমধুম সীমান্তের চোরাকারবারিরা পাচারের মাধ্যমে সরবরাহ করে থাকেন।বাজারের দৃশ্যটি জঙ্গলাকীর্ণ ও ক্ষুদ্র দেখালেও লেনদেন চলে কোটি-কোটি টাকার।এপার থেকে জ্বালানী তেল,চাল,ডাল সহ প্রয়োজনীয় সব পণ্যের বিনিময়ে এপারে নিয়ে আসে ইয়াবা,মাদক,স্বর্ণ, গরু-মহিষের চালান এবং নিষিদ্ধ পণ্য-সামগ্রী।

ছবি ও কথা-শ.ম.গফুর।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

ঘুমধুম সীমান্তের ওপারের চোরাই বাজার !

প্রকাশিত সময় : ০৫:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের জলপাইতলীর ওপারের ছবি এটি।

সীমান্তের কাটা তাঁর লাগোয়া হলুদ পতাকা চিহ্নিত স্থানটি মিয়ানমারের ফকিরাঘোনায় গড়ে তোলা পাচার করা পণ্যের বাজার।যে বাজারের প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী বাংলাদেশের ঘুমধুম সীমান্তের চোরাকারবারিরা পাচারের মাধ্যমে সরবরাহ করে থাকেন।বাজারের দৃশ্যটি জঙ্গলাকীর্ণ ও ক্ষুদ্র দেখালেও লেনদেন চলে কোটি-কোটি টাকার।এপার থেকে জ্বালানী তেল,চাল,ডাল সহ প্রয়োজনীয় সব পণ্যের বিনিময়ে এপারে নিয়ে আসে ইয়াবা,মাদক,স্বর্ণ, গরু-মহিষের চালান এবং নিষিদ্ধ পণ্য-সামগ্রী।

ছবি ও কথা-শ.ম.গফুর।