০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) কার্য্যনির্বাহী পরিষদ গঠিত

নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) এর কার্য্যনির্বাহী পরিষদ ২০২৪—২০২৬ এর অভিষেক অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার) কক্সবাজার সদরের লাবণি পয়েন্টের হোটেল মিশুকে ক্বারী আনোয়ার সাকি’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাহমুদুল হাসান, এড. রিদওয়ানুল কাবীর, শাহেদুর রহমান শাহীন, হানিফ রাইয়ান, আবদুল হামিদ আজাদ, আবদুল্লাহ জুনায়েদ সহ আরো সদস্য। অভিষেক অনুষ্ঠানে কার্যকরী পরিষদের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সহ—সভাপতি মাহমুদুল হাসান। নব নির্বাচিত সভাপতি তারেকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান সমিতির নতুন সদস্য জনাব মাওলানা ওজাইর আহমদ। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি তারেকুল ইসলাম সকল নির্বাচিত ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ও পদবি নিন্মে দেওয়া হলো। সভাপতি— তারেকুল ইসলাম, সহ—সভাপতি— মাহমুদুল হাসান , সহ—সভাপতি— কাউসার মক্কি, সহ—সভাপতি— রিদওয়ানুল কাবীর
সহ—সভাপতি— মুহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক— শাহেদুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক — আবদুল হামিদ, সহ—সাধারণ সম্পাদক— আবদুল্লাহ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক— মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ—সাংগঠনিক সম্পাদক— নুরুল ইসলাম, অর্থ সম্পাদক— মুহাম্মাদ মিসবাহ উদ্দীন, সহ—অর্থ সম্পাদক— জহির উদ্দীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক— হানিফ রাইয়ান কাসেমী, প্রচার সম্পাদক— মোহাম্মদ নাজমুদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক— খলিলুল্লাহ ফুরকান আমেল, পর্যটন ও নাগরিক সেবা বিষয়ক সম্পাদক— আনোয়ার হোছাইন সাকী, দপ্তর সম্পাদক— সাইয়েদ সিদ্দিকী ছৈয়দ নূর, আইটি বিষয়ক সম্পাদক—আবদুল্লাহ ছিদ্দিকী, নির্বাহী সদস্য— ০১ — সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য— ০২— শুয়াইব কবির, নির্বাহী সদস্য— ০৩— আবদুল মাজিদ, উল্লেখ্য, নতুন কমিটি পূণর্গঠনের নিমিত্তে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গত ০১.০৭.২০২৪ হতে কয়েক দফায় বৈঠকে মিলিতি হয়ে যাচাই—বাছাই ও পর্যালোচনা শেষে উপরোক্ত পদবীগুলোর জন্য ব্যক্তিগণকে নিয়ে নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) এর ২০২৪—২০২৬ সেশনের কার্য্যকরী কমিটি চূড়ান্ত করেন। আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে— কাউসার মক্কী, আবদুল্লাহ জুনাইদ, জহির উদ্দীন, মোহাম্মদ ফরিদ উদ্দীন ও মাহমুদুল হাসান ইসলাম।

ট্যাগ :
পাঠকপ্রিয়

হারানো বিজ্ঞপ্তি 

নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) কার্য্যনির্বাহী পরিষদ গঠিত

প্রকাশিত সময় : ০৮:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) এর কার্য্যনির্বাহী পরিষদ ২০২৪—২০২৬ এর অভিষেক অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার) কক্সবাজার সদরের লাবণি পয়েন্টের হোটেল মিশুকে ক্বারী আনোয়ার সাকি’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাহমুদুল হাসান, এড. রিদওয়ানুল কাবীর, শাহেদুর রহমান শাহীন, হানিফ রাইয়ান, আবদুল হামিদ আজাদ, আবদুল্লাহ জুনায়েদ সহ আরো সদস্য। অভিষেক অনুষ্ঠানে কার্যকরী পরিষদের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সহ—সভাপতি মাহমুদুল হাসান। নব নির্বাচিত সভাপতি তারেকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান সমিতির নতুন সদস্য জনাব মাওলানা ওজাইর আহমদ। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি তারেকুল ইসলাম সকল নির্বাচিত ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ও পদবি নিন্মে দেওয়া হলো। সভাপতি— তারেকুল ইসলাম, সহ—সভাপতি— মাহমুদুল হাসান , সহ—সভাপতি— কাউসার মক্কি, সহ—সভাপতি— রিদওয়ানুল কাবীর
সহ—সভাপতি— মুহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক— শাহেদুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক — আবদুল হামিদ, সহ—সাধারণ সম্পাদক— আবদুল্লাহ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক— মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ—সাংগঠনিক সম্পাদক— নুরুল ইসলাম, অর্থ সম্পাদক— মুহাম্মাদ মিসবাহ উদ্দীন, সহ—অর্থ সম্পাদক— জহির উদ্দীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক— হানিফ রাইয়ান কাসেমী, প্রচার সম্পাদক— মোহাম্মদ নাজমুদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক— খলিলুল্লাহ ফুরকান আমেল, পর্যটন ও নাগরিক সেবা বিষয়ক সম্পাদক— আনোয়ার হোছাইন সাকী, দপ্তর সম্পাদক— সাইয়েদ সিদ্দিকী ছৈয়দ নূর, আইটি বিষয়ক সম্পাদক—আবদুল্লাহ ছিদ্দিকী, নির্বাহী সদস্য— ০১ — সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য— ০২— শুয়াইব কবির, নির্বাহী সদস্য— ০৩— আবদুল মাজিদ, উল্লেখ্য, নতুন কমিটি পূণর্গঠনের নিমিত্তে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গত ০১.০৭.২০২৪ হতে কয়েক দফায় বৈঠকে মিলিতি হয়ে যাচাই—বাছাই ও পর্যালোচনা শেষে উপরোক্ত পদবীগুলোর জন্য ব্যক্তিগণকে নিয়ে নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) এর ২০২৪—২০২৬ সেশনের কার্য্যকরী কমিটি চূড়ান্ত করেন। আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে— কাউসার মক্কী, আবদুল্লাহ জুনাইদ, জহির উদ্দীন, মোহাম্মদ ফরিদ উদ্দীন ও মাহমুদুল হাসান ইসলাম।