০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় পোল্ট্রি মুরগী’র গাড়ীতে মিললো ৩০ হাজার পিস ইয়াবা: দুইজন গ্রেফতার

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ ভিউ

উখিয়ায় র্যাব-১৫’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মাদক বহনের দায়ে একটি পোল্ট্রি মুরগী বহনের গাড়ি জব্দ করেছে।এ সময় মাদক কারবারে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।৫ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকার জামাল মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পোল্ট্রি মুরগী বহনকারী একটি ভ্যানগাড়ীতে অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় লুকায়িত এসব ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি (যার রেজিঃ নং ঢাকা- মেট্রো-ন-১১-৩৬২১) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়রা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম লেদা এলাকার মৃত নজির আহামদ ও দিলদার দম্পতির ছেলে নুরুল ইসলাম (২৮) ও একই উপজেলা ও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফজল করিম ও নুরজাহান দম্পতির ছেলে মোঃ ফারুক (১৯)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ দীর্ঘদিন যাবত গাড়ী চালানো পেশার আড়ালে জব্দ গাড়িটি ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে আসছিল।

এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গুলো পার্শ্ববর্তী মিয়ানমার হতে অবৈধভাবে ক্রয় করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মুরগী বহনকারী পিকআপ কেবিনের পিছনের অংশের ঢালার সাথে লুকিয়ে পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার শহরে নিয়ে আসছিল বলে জানান তাঁরা। উদ্ধারকৃত মাদক এবং অন্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব সুত্র নিশ্চিত করেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

উখিয়ায় পোল্ট্রি মুরগী’র গাড়ীতে মিললো ৩০ হাজার পিস ইয়াবা: দুইজন গ্রেফতার

প্রকাশিত সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় র্যাব-১৫’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মাদক বহনের দায়ে একটি পোল্ট্রি মুরগী বহনের গাড়ি জব্দ করেছে।এ সময় মাদক কারবারে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।৫ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকার জামাল মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পোল্ট্রি মুরগী বহনকারী একটি ভ্যানগাড়ীতে অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় লুকায়িত এসব ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি (যার রেজিঃ নং ঢাকা- মেট্রো-ন-১১-৩৬২১) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়রা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম লেদা এলাকার মৃত নজির আহামদ ও দিলদার দম্পতির ছেলে নুরুল ইসলাম (২৮) ও একই উপজেলা ও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফজল করিম ও নুরজাহান দম্পতির ছেলে মোঃ ফারুক (১৯)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ দীর্ঘদিন যাবত গাড়ী চালানো পেশার আড়ালে জব্দ গাড়িটি ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে আসছিল।

এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গুলো পার্শ্ববর্তী মিয়ানমার হতে অবৈধভাবে ক্রয় করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মুরগী বহনকারী পিকআপ কেবিনের পিছনের অংশের ঢালার সাথে লুকিয়ে পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার শহরে নিয়ে আসছিল বলে জানান তাঁরা। উদ্ধারকৃত মাদক এবং অন্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব সুত্র নিশ্চিত করেন।