উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।পড়ে থাকা মৃতদেহ দু’টি ক্যাম্প অভ্যন্তর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর দিবাগত রাতের পর ১১ সেপ্টেম্বর রাতের ২ টা থেকে ৪ টার মধ্যে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম হোসেন জানান,উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০’র ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনের ইটের রাস্তার উপর পৃথক ভাবে দু’টি লাশ পড়ে আছে এপিবিএন পুলিশের মারফত এমন খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৃথক ভাবে লাশ দু’টি উদ্ধার করেন।
তাদের পরিচয় হলো,রহমত উল্যাহ(২৫),পিতা-আবদুল গনি মাতা আনোয়ারা বেগম ব্লক-বি/৬ ক্যাম্প-২০,এফসিএন নং-২৭০১২২ অপরজন ইমাম হোসেন(৩৯),পিতা-আবুল কালাম মাতা-আমেনা খাতুন এফ সিএন নং২৩৯৯৫৪, ব্লক সি/১,ক্যাম্প-৪ উভয় উখিয়ার কুতুপালং একই ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা বাসিন্দা।তারা রোহিঙ্গা সন্ত্রসীদের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে।লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তরে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে,এবং ঘাতকদের সনাক্ত করণ ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান।