১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে অপপ্রচার ও মিথ্যাচার প্রসঙ্গে রামু’র শাহীন’র বক্তব্য

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৮ ভিউ

গত ১০ সেপ্টেম্বর এবং কয়েক মাস পুর্ব থেকে মো.সরওয়ার জাহান নামক সহ তাহার নিয়ন্ত্রিত কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে নানা কাল্পনিক মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপচার চালিয়ে আসছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে।এতে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের পাশাপাশি মানহানিকর,উদ্দ্যেশ্যে প্রনোদিত,মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন উদ্ভট মিথ্যাচার করা হয়েছে। প্রকৃত পক্ষে আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজের সহায় সম্পদ বিগত সরকারের আমলে দখলদার চক্রের নিকট থেকে রক্ষা করতে গিয়ে একজন প্রতিবাদী যুবক হিসেবে অনেকের কাছে পরিচিত হয়ে উঠি।
পরিবারের ভাবর্মুতি রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এতে অনেকের চক্ষুশূল হয়ে উঠি। বিগত সরকার আমলের কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের বিরাগভাজনে পরিণত হই।আমাকে ঘায়েল করতে একের পর এক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে।বিনা কারণে কারান্তরীন করা হয়েছে।নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে অনেকেই আমাকে পথের কাঁটা মনে করেছে।আসলে আমি একজন উদারমনা যুবক।এলাকার গরীব-নি:শ্ব, অসহায়, মজলুমের সহযোগিতায় সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছি।অনেকেই তা সহ্য করতে পারেনি এবং পারছেনা।তাই প্রশাসনের নিকট আমাকে খারাপ প্রকৃতির মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য বার-বার আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে গুটিকয়েক দালাল প্রকৃতির মানুষ বিভিন্ন মানুষের উপর অপরাধের তকমা লাগিয়ে চাঁদাবাজি করতো।এসব দালাল’রা প্রশাসনের কতিপয় কর্তাদের ব্যবহার করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিস্তার অভিযোগ রয়েছে।তারাই
আমার পিছনে লেগেই আছে।যারা ইতিপূর্বেও বিগত সরকারের আমলে আমার পিছনে লেগেই থেকেছিল।ঠিক এখনো সেসব দালাল এখনো আমার বিরুদ্ধে কলকাঠি নেড়ে সক্রিয় আছে।তারাই আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর অপবাদ দিয়ে অপপ্রচারে মেতে উঠেছে।ইতিপূর্বে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এখনো আল্লাহর রহমতে, এলাকার মজলুম আমজনতার দোয়ায় মানুষের কল্যাণে নিবেদিত আছি।সেসব ষড়যন্ত্রকারী আমাকে একেক সময় এক রকম ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন।কখনো ডাকাত,কখনো সন্ত্রাসী,কখনো অস্ত্রধারী,কখনো চোরাকারবারী,কখনো দখলকারী,কখনো বাহিনী প্রধান বলে অপপ্রচার চালায়।আমার বিরুদ্ধে আনিত সব তথ্যাদি বিভ্রান্তিকর, কাল্পনিক মিথ্যাচার।আমার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা বিগত সরকার আমলের ষড়যন্ত্রমুলক ও হয়রানীমুলক। কাউকে খুন,হত্যাচেষ্টা,দখল,
চোরাকারবারি সহ অপকর্মে জড়িত ছিলাম না আমি।এসব মিথ্যাচারের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিবেদক:
মো.শাহীন
গর্জনিয়া,রামু,কক্সবাজার।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

ফেসবুকে অপপ্রচার ও মিথ্যাচার প্রসঙ্গে রামু’র শাহীন’র বক্তব্য

প্রকাশিত সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

গত ১০ সেপ্টেম্বর এবং কয়েক মাস পুর্ব থেকে মো.সরওয়ার জাহান নামক সহ তাহার নিয়ন্ত্রিত কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে নানা কাল্পনিক মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপচার চালিয়ে আসছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে।এতে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের পাশাপাশি মানহানিকর,উদ্দ্যেশ্যে প্রনোদিত,মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন উদ্ভট মিথ্যাচার করা হয়েছে। প্রকৃত পক্ষে আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজের সহায় সম্পদ বিগত সরকারের আমলে দখলদার চক্রের নিকট থেকে রক্ষা করতে গিয়ে একজন প্রতিবাদী যুবক হিসেবে অনেকের কাছে পরিচিত হয়ে উঠি।
পরিবারের ভাবর্মুতি রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এতে অনেকের চক্ষুশূল হয়ে উঠি। বিগত সরকার আমলের কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের বিরাগভাজনে পরিণত হই।আমাকে ঘায়েল করতে একের পর এক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে।বিনা কারণে কারান্তরীন করা হয়েছে।নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে অনেকেই আমাকে পথের কাঁটা মনে করেছে।আসলে আমি একজন উদারমনা যুবক।এলাকার গরীব-নি:শ্ব, অসহায়, মজলুমের সহযোগিতায় সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছি।অনেকেই তা সহ্য করতে পারেনি এবং পারছেনা।তাই প্রশাসনের নিকট আমাকে খারাপ প্রকৃতির মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য বার-বার আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে গুটিকয়েক দালাল প্রকৃতির মানুষ বিভিন্ন মানুষের উপর অপরাধের তকমা লাগিয়ে চাঁদাবাজি করতো।এসব দালাল’রা প্রশাসনের কতিপয় কর্তাদের ব্যবহার করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিস্তার অভিযোগ রয়েছে।তারাই
আমার পিছনে লেগেই আছে।যারা ইতিপূর্বেও বিগত সরকারের আমলে আমার পিছনে লেগেই থেকেছিল।ঠিক এখনো সেসব দালাল এখনো আমার বিরুদ্ধে কলকাঠি নেড়ে সক্রিয় আছে।তারাই আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর অপবাদ দিয়ে অপপ্রচারে মেতে উঠেছে।ইতিপূর্বে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এখনো আল্লাহর রহমতে, এলাকার মজলুম আমজনতার দোয়ায় মানুষের কল্যাণে নিবেদিত আছি।সেসব ষড়যন্ত্রকারী আমাকে একেক সময় এক রকম ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন।কখনো ডাকাত,কখনো সন্ত্রাসী,কখনো অস্ত্রধারী,কখনো চোরাকারবারী,কখনো দখলকারী,কখনো বাহিনী প্রধান বলে অপপ্রচার চালায়।আমার বিরুদ্ধে আনিত সব তথ্যাদি বিভ্রান্তিকর, কাল্পনিক মিথ্যাচার।আমার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা বিগত সরকার আমলের ষড়যন্ত্রমুলক ও হয়রানীমুলক। কাউকে খুন,হত্যাচেষ্টা,দখল,
চোরাকারবারি সহ অপকর্মে জড়িত ছিলাম না আমি।এসব মিথ্যাচারের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিবেদক:
মো.শাহীন
গর্জনিয়া,রামু,কক্সবাজার।