০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুতুপালংয়ে বখতিয়ার মার্কেট দখল চেষ্টা-ভাংচুর:১০ লাখ টাকা চাঁদা দাবী: সেনা বরাবর অভিযোগ

উখিয়ার কুতুপালং বাজারে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে দোকানঘর জবর দখল চেষ্টা,ভাংচুর ও মালিক পক্ষ’কে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে একটি পেশাদার চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডস্থ কুতুপালং বাজারে স্থীত বখতিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।ঘটনার প্রতিকার চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী উখিয়া উপজেলা সমন্ধয়ক বরাবর ও উখিয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী গং।দায়ের করা অভিযোগের বাদী উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের মৃত বখতিয়ার আহমদ ও শাহিনা বেগম দম্পতির ছেলে কায়সার উদ্দিন জানান,তিনি পেশায় একজন ঠিকাদার ও আইনমানাকারী লোক। উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের রেজিষ্টার্ড দলিল নং- ৯৮৫, তারিখ- ০৩/০৮/২০১৫ ইং সম্পাদন পূর্বক কুতুপালং বাজারস্থ উখিয়া মৌজার বি.এস খতিয়ান নং- ১২৪৯, বিএস দাগ নং- ৭০১৭ এর আন্দরে ১০ শতক জমি (যাহার চৌহদ্দি উত্তরে- বাদীর অন্য জমি, দক্ষিণে- নুর আলম’র মার্কেট, পূর্বে- আরাকান সড়ক, পশ্চিমে- বাদীর অন্য জমি),তাহার পিতা মরহুম বখতিয়ার আহমদ ও মাতা শাহিনা বেগমের নামে ক্রয়কৃত সম্পত্তি হয়। উক্ত জমি পিতা-মাতার নামে সৃজিত বি.এস খতিয়ান নং- ১৩৫০ চূড়ান্ত প্রচার আছে।তাহার পিতার জীবদ্দশায় উক্ত জমিতে ১০টি সেমিপাকা দোকান নির্মাণ করে বখতিয়ার মার্কেট নাম করণ করে বিভিন্ন লোকজনের নিকট ভাড়া প্রদান করেন। গত ২০২০ সালের ২৪ জুলাই তাহার পিতা মারা যান। পিতার মৃত্যু পরবর্তী পরিবারের লোকজনের পরামর্শে বাদী বর্ণিত জমিতে নির্মিত ভাড়া দেওয়া ১০টি দোকান শাসন, সংরক্ষণ সহ তদারক করিয়া আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগষ্টে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর শাহ আলম (৩৭), পিতা-রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ, রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ (৫৭), মোহাম্মদ হোছন (৫৪) উভয় পিতা- মৃত মির আহমদ, সর্ব সাং- কুতুপালং, ৯নং ওয়ার্ড,মোহাম্মদ জাহেদ

(৩৮), পিতা- অজ্ঞাত, শ্বশুর- পিতা-রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ, সাং- টিএন্ডটি লম্বাঘোনা, ৮নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার সহ অজ্ঞাত নামা আরো ১৫/১৬ জন চাঁদাবাজ চক্রের সদস্য ও দলবদ্ধ কিছু অজ্ঞাত রোহিঙ্গা নিয়ে বিভিন্ন সময় বাদীর ভাড়া দেওয়া দোকানস্থ বখতিয়ার মার্কেটের সামনে এসে বাদী কায়সার উদ্দিনের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছেন এবং ভাড়া গ্রহীতা ব্যবসায়ীদের দোকান ছেড়ে দিতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।বাদী এসব চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার ১০ লাখ টাকা না দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়।এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার দিকে চাঁদাবাজরা পরস্পর যোগসাজসে সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দা, কিরিচ, লোহার রড, হাতুড়ি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বখতিয়ার মার্কেটে অনধিকার প্রবেশ করে বাদীর ভাড়া দেওয়া ১০ টি দোকান জোর পুর্বক দখলের অপচেষ্টা চালায়।এ সংবাদ পেয়ে বাদী ও তাহার ভাই ঘটনার প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন,বোরহান উদ্দিন,তাদের মাতা শাহিনা বেগম,কুতুপালং বাজারের মিসকাত শরীফ,মোহাম্মদ রফিক,

মো.গফুর ও অপু বড়ুয়া সহ ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের বারণ করলে চাঁদাবাজ মোহাম্মদ হোছন’র নির্দেশে অপরাপর চাঁদাবাজরা কায়সার উদ্দিনের নিকট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা দিতে পারিবনা বললে শাহ আলম ও মো: জাহেদ অতর্কিত আক্রমণ করেন কায়সার উদ্দিনের উপর।তারা কায়সার উদ্দিন’কে এলোপাতাড়ি মারধর করে বুকে, পিঠে ও মাথায় ফোলা জখম করেন।

এসময় রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ কায়সার উদ্দিনের গলা চেঁপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এক পর্যায়ে চাঁদাবাজ চক্রের সদস্যরা কায়সার ও তার ভাই হেলাল উদ্দিন মেম্বার ও বোরহান উদ্দিন’কে খুন, জখম করার জন্য উদ্ধ্যক্ত হলে কায়সার সহ ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যান্যরা নিরাপদ দূরত্বে সরে পড়েন।এ সময় চাঁদাবাজরা মার্কেটের ৪ টি দোকানের লোহার গ্রিলের তালা ভেঙ্গে ফেলেন এবং টিনের চালা ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন।

শোর চিৎকার শুনে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে চাঁদাবাজরা হুমকি দিয়ে বলেন ১০ লাখ টাকা চাঁদা না দিলে তোদের গুম, খুন করে হলেও এসব দোকান দখলে নেওয়া হবে।বর্তমানে চাঁদাবাজদের প্রকাশ্য হুমকিতে ভুক্তভোগীরা জানমাল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এতে প্রতিকার চেয়ে চিহ্নিত এসব চাঁদাবাজদের বিরুদ্ধে উখিয়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সমন্ধয়ক বরাবর ও উখিয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।এদিকে ঘটনায় জড়িত অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোন প্রকার বক্তব্য পাওয়া যায় নি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

কুতুপালংয়ে বখতিয়ার মার্কেট দখল চেষ্টা-ভাংচুর:১০ লাখ টাকা চাঁদা দাবী: সেনা বরাবর অভিযোগ

প্রকাশিত সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ার কুতুপালং বাজারে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে দোকানঘর জবর দখল চেষ্টা,ভাংচুর ও মালিক পক্ষ’কে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে একটি পেশাদার চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডস্থ কুতুপালং বাজারে স্থীত বখতিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।ঘটনার প্রতিকার চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী উখিয়া উপজেলা সমন্ধয়ক বরাবর ও উখিয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী গং।দায়ের করা অভিযোগের বাদী উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের মৃত বখতিয়ার আহমদ ও শাহিনা বেগম দম্পতির ছেলে কায়সার উদ্দিন জানান,তিনি পেশায় একজন ঠিকাদার ও আইনমানাকারী লোক। উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের রেজিষ্টার্ড দলিল নং- ৯৮৫, তারিখ- ০৩/০৮/২০১৫ ইং সম্পাদন পূর্বক কুতুপালং বাজারস্থ উখিয়া মৌজার বি.এস খতিয়ান নং- ১২৪৯, বিএস দাগ নং- ৭০১৭ এর আন্দরে ১০ শতক জমি (যাহার চৌহদ্দি উত্তরে- বাদীর অন্য জমি, দক্ষিণে- নুর আলম’র মার্কেট, পূর্বে- আরাকান সড়ক, পশ্চিমে- বাদীর অন্য জমি),তাহার পিতা মরহুম বখতিয়ার আহমদ ও মাতা শাহিনা বেগমের নামে ক্রয়কৃত সম্পত্তি হয়। উক্ত জমি পিতা-মাতার নামে সৃজিত বি.এস খতিয়ান নং- ১৩৫০ চূড়ান্ত প্রচার আছে।তাহার পিতার জীবদ্দশায় উক্ত জমিতে ১০টি সেমিপাকা দোকান নির্মাণ করে বখতিয়ার মার্কেট নাম করণ করে বিভিন্ন লোকজনের নিকট ভাড়া প্রদান করেন। গত ২০২০ সালের ২৪ জুলাই তাহার পিতা মারা যান। পিতার মৃত্যু পরবর্তী পরিবারের লোকজনের পরামর্শে বাদী বর্ণিত জমিতে নির্মিত ভাড়া দেওয়া ১০টি দোকান শাসন, সংরক্ষণ সহ তদারক করিয়া আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগষ্টে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর শাহ আলম (৩৭), পিতা-রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ, রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ (৫৭), মোহাম্মদ হোছন (৫৪) উভয় পিতা- মৃত মির আহমদ, সর্ব সাং- কুতুপালং, ৯নং ওয়ার্ড,মোহাম্মদ জাহেদ

(৩৮), পিতা- অজ্ঞাত, শ্বশুর- পিতা-রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ, সাং- টিএন্ডটি লম্বাঘোনা, ৮নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার সহ অজ্ঞাত নামা আরো ১৫/১৬ জন চাঁদাবাজ চক্রের সদস্য ও দলবদ্ধ কিছু অজ্ঞাত রোহিঙ্গা নিয়ে বিভিন্ন সময় বাদীর ভাড়া দেওয়া দোকানস্থ বখতিয়ার মার্কেটের সামনে এসে বাদী কায়সার উদ্দিনের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছেন এবং ভাড়া গ্রহীতা ব্যবসায়ীদের দোকান ছেড়ে দিতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।বাদী এসব চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার ১০ লাখ টাকা না দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়।এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার দিকে চাঁদাবাজরা পরস্পর যোগসাজসে সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দা, কিরিচ, লোহার রড, হাতুড়ি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বখতিয়ার মার্কেটে অনধিকার প্রবেশ করে বাদীর ভাড়া দেওয়া ১০ টি দোকান জোর পুর্বক দখলের অপচেষ্টা চালায়।এ সংবাদ পেয়ে বাদী ও তাহার ভাই ঘটনার প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন,বোরহান উদ্দিন,তাদের মাতা শাহিনা বেগম,কুতুপালং বাজারের মিসকাত শরীফ,মোহাম্মদ রফিক,

মো.গফুর ও অপু বড়ুয়া সহ ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের বারণ করলে চাঁদাবাজ মোহাম্মদ হোছন’র নির্দেশে অপরাপর চাঁদাবাজরা কায়সার উদ্দিনের নিকট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা দিতে পারিবনা বললে শাহ আলম ও মো: জাহেদ অতর্কিত আক্রমণ করেন কায়সার উদ্দিনের উপর।তারা কায়সার উদ্দিন’কে এলোপাতাড়ি মারধর করে বুকে, পিঠে ও মাথায় ফোলা জখম করেন।

এসময় রশিদ আহমদ প্রকাশ কালা রশিদ কায়সার উদ্দিনের গলা চেঁপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এক পর্যায়ে চাঁদাবাজ চক্রের সদস্যরা কায়সার ও তার ভাই হেলাল উদ্দিন মেম্বার ও বোরহান উদ্দিন’কে খুন, জখম করার জন্য উদ্ধ্যক্ত হলে কায়সার সহ ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যান্যরা নিরাপদ দূরত্বে সরে পড়েন।এ সময় চাঁদাবাজরা মার্কেটের ৪ টি দোকানের লোহার গ্রিলের তালা ভেঙ্গে ফেলেন এবং টিনের চালা ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন।

শোর চিৎকার শুনে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে চাঁদাবাজরা হুমকি দিয়ে বলেন ১০ লাখ টাকা চাঁদা না দিলে তোদের গুম, খুন করে হলেও এসব দোকান দখলে নেওয়া হবে।বর্তমানে চাঁদাবাজদের প্রকাশ্য হুমকিতে ভুক্তভোগীরা জানমাল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এতে প্রতিকার চেয়ে চিহ্নিত এসব চাঁদাবাজদের বিরুদ্ধে উখিয়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সমন্ধয়ক বরাবর ও উখিয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।এদিকে ঘটনায় জড়িত অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোন প্রকার বক্তব্য পাওয়া যায় নি।