১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমধুমে অকটেনসহ বিপুল খাদ্যপণ্য সামগ্রী জব্দ

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪ ভিউ

বিজিবি’র কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন’র অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী খাদ্যপণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।এসব পণ্যসামগ্রী মিয়ানমারে পাচার হচ্ছিল।এ সময় কোন পাচারকারীকে আটক করা যায় নি।

২৫ সেপ্টেম্বর (বুধবার)বিকেলে  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র উত্তর-পশ্চিমের আমবাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পাচারের সময় বিশেষ টহল দলের জোয়ানেরা মালিক বিহীন বাংলাদেশী হরেক প্রকার খাদ্যপণ্য সামগ্রী জব্দ করা হয়। এতে রয়েছে, অকটেন ৪০ লিটার,আপ্যায়ন গোল্ড পামওয়েল ১৬০ লিটার, প্রান পানি (১ লিঃ) ২৯ বোতল,পটেটো চিপস ৮শত প্যাকেট, ইউরিয়া সার ৫০ কেজি, ডিম ২৯০পিস, টেস্টিং সল্ট ৫০ কেজি, স্পিড ১২০ বোতল।

জব্দকৃত পণ্যসামগ্রী উখিয়ার ঘাট কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে। উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত এলাকার সব জায়গাতে চোরাচালান প্রতিরোধে বিজিবি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিজিবি’র সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতেও এধরনের অভিযান আরো জোরদার করা হবে।সীমান্ত লাগোয়া বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের এমন অভিযানে আমরা আনন্দিত। অভিযান চলমান রাখার দাবীও করেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

ঘুমধুমে অকটেনসহ বিপুল খাদ্যপণ্য সামগ্রী জব্দ

প্রকাশিত সময় : ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিজিবি’র কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন’র অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী খাদ্যপণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।এসব পণ্যসামগ্রী মিয়ানমারে পাচার হচ্ছিল।এ সময় কোন পাচারকারীকে আটক করা যায় নি।

২৫ সেপ্টেম্বর (বুধবার)বিকেলে  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র উত্তর-পশ্চিমের আমবাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পাচারের সময় বিশেষ টহল দলের জোয়ানেরা মালিক বিহীন বাংলাদেশী হরেক প্রকার খাদ্যপণ্য সামগ্রী জব্দ করা হয়। এতে রয়েছে, অকটেন ৪০ লিটার,আপ্যায়ন গোল্ড পামওয়েল ১৬০ লিটার, প্রান পানি (১ লিঃ) ২৯ বোতল,পটেটো চিপস ৮শত প্যাকেট, ইউরিয়া সার ৫০ কেজি, ডিম ২৯০পিস, টেস্টিং সল্ট ৫০ কেজি, স্পিড ১২০ বোতল।

জব্দকৃত পণ্যসামগ্রী উখিয়ার ঘাট কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে। উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত এলাকার সব জায়গাতে চোরাচালান প্রতিরোধে বিজিবি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিজিবি’র সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতেও এধরনের অভিযান আরো জোরদার করা হবে।সীমান্ত লাগোয়া বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের এমন অভিযানে আমরা আনন্দিত। অভিযান চলমান রাখার দাবীও করেন।