নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১১ বিজিবি’র পৃথক অভিযানে ১২টি মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু জব্দ হয়েছে।ওপারে পাচারকালে ৩০ লিটার অকটেন সহ এক পাচারকারী আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধীনস্থ ভাল্লুক খাইয়া বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজম খানের নেতৃত্বে টহল দল বিওপি থেকে উত্তর-পশ্চিমে রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন অবৈধ ৯টি বার্মিজ গরু আটক করে। অপর দিকে রামু উপজজেলার বড় জামছড়ি এলাকা থেকে ৩ টি গরু আটক করা হয়েছে। আটককৃত বার্মিজ গরু বতর্মানে নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন হেফাজতে রয়েছে। যা পরবর্তীতে নিলাম কার্যক্রম করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা জানা গেছে।
অপরদিকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ এর ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিমারাঝিরি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুছ আলী কর্তৃক সীমান্ত পিলার-৪৭’র শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলী বিওপির প্রস্তাবিত বিওপির জায়গা এলাকার সীমান্ত রোড হয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৩০ লিটার সয়াবিন তেলসহ ১ জনকে আটক করা হয়।আককৃত আব্দুল গফুর( ২২)নাইক্ষ্যছড়ি সদর ইউনিয়নের আশারতলী, ৮নং ওয়ার্ড এলাকার মৃত নুর আহমেদ’র ছেলে।।আটক ব্যক্তি’কে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেছে বিজিবি।