নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৩৪ বিজিবি’র বিশেষ টহল দলের অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।এ সময় পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি।
২৮ সেপ্টেম্বর( শনিবার) বিকালে কক্সবাজারস্থ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধীনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল দল বিওপি থেকে দক্ষিণ-পশ্চিমে এবং সীমান্ত পিলার-৩৩/৩৪ এর মধ্যবর্তী স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমকুল নামক স্থান দিয়ে মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বিভিন্ন এসব মালামাল আটক করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,ইউরিয়া সার ৫শত কেজি,পিঁয়াজ-৯৫ কেজি,রসুন ৭৫ কেজি,মোরগ মার্কা মশার কয়েল ৯০ বক্স,আপ্যায়ন গোল্ড পামওয়েল ৩৫০ লিটার,টেস্টিং সল্ট ১৭৫ কেজি। অপরদিকে ২৭ সেপ্টেম্বর বিকেলে ঘুমধুম বিওপি’র ৩৩ নাম্বার সীমান্ত পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে করিডোর ব্রীজের কাছ দিয়ে মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা,পাম ওয়েল ৬৫ লিটার,টেষ্টিং সল্ট ৫০ কেজি,পিঁয়াজ ৫৮ কেজি,রসুন ৩৫ কেজি, কোকোনাট বিস্কুট ৪৮ প্যাকেট,ড্যানিস কেক ৬০ প্যাকেট, শুটকি ২ কেজি আটক করা হয়।জব্দকৃত এসব মালামাল সরকারী শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে বিজিবি সুত্র জানায়।
১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
ঘুমধুম-তুমব্রু সীমান্তে পাচার থেমে নেই: বিপুল মালামাল জব্দ
- শ.ম.গফুর:
- প্রকাশিত সময় : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- ৪৩ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়