উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পের প্রধান সড়কের পশ্চিম পাশে স্থানীয় জনগণের সহায়তায় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন, টেকনাফের ২৬ নম্বর মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ হোসেন সন্দেহজনকভাবে ট্রানজিট ক্যাম্পের তাঁর কাটার বেড়া ঘেঁষে ঘুরাঘুরি করছিলেন। স্থানীয়রা তাঁকে দেখে ডাক-চিৎকার দিলে সে সহ অপর এক দূস্কৃতিকারী পালানোর চেষ্টা করেন। এ সময় সে ২ রাউন্ড ফাঁকা গুলি করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রধান সড়কের পশ্চিম পাশে পলায়নরত অবস্থায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ জানায়, তার সাথে থাকা অপর আসামি পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল জলিল (৩২) ও মঞ্জুর আলম প্রকাশ ইলিয়াস (১৮) নামের দুইজন এফসিএন সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার
- শ.ম.গফুর:
- প্রকাশিত সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ৩৪ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়