০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পৌর ১নং ওয়ার্ডের কৃষকলীগ নেতা খোরশেদ আটক

কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে সমিতিপাড়া বাজার থেকে তাকে আটক করে কক্সবাজার সদর থানার আভিযানিক দল। আটক খোরশেদ আলম পৌর ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়াপাড়ার মৃত জাফর আলম মাঝি প্রকাশ মাইক জাফরের ছেলে বলে জানা গেছে। 

খোরশেদ কৃষকলীগের পদবী ব্যবহার করে দীর্ঘ বছর ধরে এলাকায় নানা ধরণের অবৈধ ব্যবসা করে আসছিল। মাদক, নারীবাজি, দখল-বেদখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খোরশেদ নারীবাজি করতে গিয়ে সমিতিপাড়ার ৬নং গলিতে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইও খেয়েছিলেন। পাশাপাশি একই এলাকায় বসবাসকারী তার নিজ খালা আনোয়ার বেগম ও ঐ খোরশেদ এর যোগসাজসে গড়ে তুলে ইয়াবা পাচারের নতুন সামরাজ্য। তার খালা আনোয়ারা, খোরশেদের ইয়াবা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। অনেক দিন জেলও খাটে। আনোয়ারা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের  সাধারণ সম্পাদক। খালা এবং বোনের ছেলের দাপট এতই বেশি ছিল এলাকার সাধারণ মানুষ মূখ কোলার সাহস করত না।

সম্প্রতি বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের বড় বাঁধা ছিল খোরশেদ। শহরের বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনকে বাঁধাগ্রস্থ করতে আওয়ামী মিছিলের সম্মুখ যোদ্ধা ছিল এই খোরশেদ। তার অত্যাচারে অতিষ্ট ছিল এলাকার সাধারণ মানুষ। খোরশেদকে আটকের খবরে এলাকার ভোক্তভোগীরা ঈদের আমেজ পেয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইজুল আজিম নোমান খোরশেদকে আটকের সত্যতা স্বিকার করে বলেন, শুধু কোরশেদ কেন, সকল অপরাধীদের আইনের আওতায় আানা হবে। 

  

ট্যাগ :
পাঠকপ্রিয়

তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত

পৌর ১নং ওয়ার্ডের কৃষকলীগ নেতা খোরশেদ আটক

প্রকাশিত সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে সমিতিপাড়া বাজার থেকে তাকে আটক করে কক্সবাজার সদর থানার আভিযানিক দল। আটক খোরশেদ আলম পৌর ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়াপাড়ার মৃত জাফর আলম মাঝি প্রকাশ মাইক জাফরের ছেলে বলে জানা গেছে। 

খোরশেদ কৃষকলীগের পদবী ব্যবহার করে দীর্ঘ বছর ধরে এলাকায় নানা ধরণের অবৈধ ব্যবসা করে আসছিল। মাদক, নারীবাজি, দখল-বেদখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খোরশেদ নারীবাজি করতে গিয়ে সমিতিপাড়ার ৬নং গলিতে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইও খেয়েছিলেন। পাশাপাশি একই এলাকায় বসবাসকারী তার নিজ খালা আনোয়ার বেগম ও ঐ খোরশেদ এর যোগসাজসে গড়ে তুলে ইয়াবা পাচারের নতুন সামরাজ্য। তার খালা আনোয়ারা, খোরশেদের ইয়াবা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। অনেক দিন জেলও খাটে। আনোয়ারা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের  সাধারণ সম্পাদক। খালা এবং বোনের ছেলের দাপট এতই বেশি ছিল এলাকার সাধারণ মানুষ মূখ কোলার সাহস করত না।

সম্প্রতি বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের বড় বাঁধা ছিল খোরশেদ। শহরের বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনকে বাঁধাগ্রস্থ করতে আওয়ামী মিছিলের সম্মুখ যোদ্ধা ছিল এই খোরশেদ। তার অত্যাচারে অতিষ্ট ছিল এলাকার সাধারণ মানুষ। খোরশেদকে আটকের খবরে এলাকার ভোক্তভোগীরা ঈদের আমেজ পেয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইজুল আজিম নোমান খোরশেদকে আটকের সত্যতা স্বিকার করে বলেন, শুধু কোরশেদ কেন, সকল অপরাধীদের আইনের আওতায় আানা হবে।