অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি পৌর ৫ নং ওয়ার্ড কমিটি গঠন
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার শহর শাখার আওতাধীন পৌর ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৭ অক্টোবর বিকেলে কক্সবাজার শহরে চলাচলরত টমটম (অটো বাইক) চালকদের নিয়ে এক মতবিনিময় সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ হোছন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি মোঃ আবদুল্লা সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ ও কার্যকরী সভাপতি জাফর আলম জাফর শ্রমিকনেতা মোহাম্মদ মুসা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ কালু, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রানা,শামশুল আলম, বোরহান, আবদুল্লাহ আল মারুফ,আবদুল কাদের।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কক্সবাজার পৌর ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে শহিদুল ইসলাম, কার্যকরী- সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক, সহ-সভাপতি শাহা আলম ও জহুর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুখ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান, অর্থ সম্পাদক জাহেদ আলম, দপ্তর সম্পাদক মোঃ রফিক, প্রচার সম্পাদক মিজবাউল করিম, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ মানিক, সড়ক বিষয়ক সম্পাদক মোও তাহের, কার্যকরী সদস্য-২ সাদেক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোহাম্মদ, কার্যকরী সদস্য -৩ মোঃ সাগর, সদস্য মোক্তার আহমদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম-২ প্রমুখ আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে টমটম লাইসেন্স নবায়ন না করায় সুযোগে পর্যটন নগরী যানজটের শহরে পরিনত হয়েছে।
একই অতিরিক্ত লাইসেন্স ভাড়া বন্ধ করতে টমটম মালিকদের লাইসেন্স ভাড়া নির্ধারণ করে দিতে জেলা প্রশাসক ও পৌর পরিষদের প্রতি আহবান জানান।