উখিয়ার সালাহ উদ্দিন দেশে ছাড়িয়ে ফুটবল খেলতে গেলেন বিদেশের মাটিতে। তিনি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের গ্রুপের বাকি ম্যাচগুলো খেলবে যথাক্রমে ২৫ ও ২৭ অক্টোবর ম্যাকাও ও আফগানিস্তানের বিপক্ষে।সব ম্যাচই অনুষ্ঠিত হবে নমপেনের প্রিন্স স্টেডিয়ামে।
কম্বোডিয়া থেকে সালাহ উদ্দিন সাহেদ শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন,বরাবরের মতোই দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গৌরব ও সম্মানের। দেশের হয়ে খেলতে পারাটা আনন্দের। সাহেদ তার বন্ধুমহল, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।
সাহেদের বড় ভাই সাইদ রহমান বলেন, আমার ছোট ভাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, এটা আমাদের পরিবারের জন্য গৌরবের। তিনি তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী পন্ডিতপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আহমদ ওরফে গরিবী ফরিদের ছেলে সালাহ উদ্দিন সাহেদ।
ছোটবেলা থেকে ফুটবলে প্রবল আগ্রহ তার। অল্প বয়সেই খেলেছে দেশের বিভিন্ন প্রান্তে, ছোট-বড় অনেক আসরে। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন লিগ ও ক্লাবে পারফর্ম করে বাফুফের নজরে আসে ফুটবল প্রতিভা সাহেদ।
সবকিছু ঠিকঠাক থাকলে কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রিন্স স্টেডিয়ামে পারফর্ম করতে দেখা যাবে উখিয়ার তরুণ খেলোয়াড় সাহেদ’কে।
০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
উখিয়ার সালাহ উদ্দিন:দেশের মাঠ পেরিয়ে বিদেশের মাটিতে
- নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত সময় : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- ৮০ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়