১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন; শিক্ষার্থীদের সচেতনতার উপর গুরুত্বারোপ

  • আহসান সুমন :
  • প্রকাশিত সময় : ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১১০ ভিউ

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন হয়েছে। “পরিছন্ন হাত এখনো কেন গুরুত্বপূর্ণ”এই প্রতিপাদ্যে সকলের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পর্যটন হোটেল শৈবাল কনভেনশন সেন্টার মিলনায়তনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিসেফ এর ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।
এছাড়া কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মানজুর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাব্বির হোসেন, ইউনিসেফ প্রতিনিধি বিষ্ণু পোখরেল, ইউনিসেফের ওয়াশ স্পেশালিষ্ট রাফায়েল নওজোর এবং ইমার্জেন্সি ম্যানেজার বৈকেঠো মুরিমা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময়বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাব্বির হোসেন বলেন, গবেষণায় উঠে এসেছে যে- হাত ধোয়ার কারনে আমাদের ১৭% সংক্রামক রোগের সম্ভাবনা কমে যায়। অপরিচ্ছন্ন হাত বিভিন্নভাবে প্রতিনিয়িত আমাদের ক্ষতিগ্রস্থ বা রোগাক্রান্ত করে বিধায়, হাত ধোয়ার অভ্যাস একান্তই অপরিহার্য।

প্রসঙ্গত: পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার মোট ২৫.২ শতাংশ মানুষ সাবান দিয়ে হাত ধৌত করেনা এবং চারকোটি ১৬ লাখ ২০ হাজার মানুষ এখনো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারেনি।

তাই জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। এমন বাস্তবতায় স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন আয়োজক নেতৃবৃন্দ।

পরে সকলের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
পাঠকপ্রিয়

তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত

কক্সবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন; শিক্ষার্থীদের সচেতনতার উপর গুরুত্বারোপ

প্রকাশিত সময় : ০৬:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন হয়েছে। “পরিছন্ন হাত এখনো কেন গুরুত্বপূর্ণ”এই প্রতিপাদ্যে সকলের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পর্যটন হোটেল শৈবাল কনভেনশন সেন্টার মিলনায়তনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিসেফ এর ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।
এছাড়া কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মানজুর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাব্বির হোসেন, ইউনিসেফ প্রতিনিধি বিষ্ণু পোখরেল, ইউনিসেফের ওয়াশ স্পেশালিষ্ট রাফায়েল নওজোর এবং ইমার্জেন্সি ম্যানেজার বৈকেঠো মুরিমা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময়বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাব্বির হোসেন বলেন, গবেষণায় উঠে এসেছে যে- হাত ধোয়ার কারনে আমাদের ১৭% সংক্রামক রোগের সম্ভাবনা কমে যায়। অপরিচ্ছন্ন হাত বিভিন্নভাবে প্রতিনিয়িত আমাদের ক্ষতিগ্রস্থ বা রোগাক্রান্ত করে বিধায়, হাত ধোয়ার অভ্যাস একান্তই অপরিহার্য।

প্রসঙ্গত: পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার মোট ২৫.২ শতাংশ মানুষ সাবান দিয়ে হাত ধৌত করেনা এবং চারকোটি ১৬ লাখ ২০ হাজার মানুষ এখনো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারেনি।

তাই জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। এমন বাস্তবতায় স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন আয়োজক নেতৃবৃন্দ।

পরে সকলের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।