০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ড্রেইন ভরাট হওয়ায় সড়কে উপর ময়লা পানিতে পথচারীদের বেহাল অবস্থা

  • আবেদুল হাসান
  • প্রকাশিত সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৭০ ভিউ

কক্সবাজার সদর উপজেলা পরিষদের বাজারে পশ্চিম পাশের রাস্তা,যেখান থেকে প্রতিনিয়ত চলাফেরা করে হাজারও মানুষ,ড্রেইন থাকলেও ভরাট হওয়ায় ময়লা পানি চলাচল করে রাস্তা দিয়ে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে।

বুধবার ২৩ অক্টোবর ড্রেনের পানি সড়কে দূর্গন্ধে মধ্যে চলাচল করতে দেখা যায় পথচারীদের,গুরুত্বপূর্ণ চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের চলাচল করে শত শত গাড়ি সেই ময়লা পানি ছিটকে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কাপড়।

পথচারী আব্দুর মালেক জানান বর্ষা সময় নালা নর্দমা ভরাট হয়ে যায় ড্রেইন দিয়ে পানি চলাচল করতে না পেরে সড়কের উপর দিয়ে চলাচল করে। অন্যদিকে ফুটপাত উপর বাজার বসায় হাঁটাচলা করতে পারে না পথচারী বাধ্য হয়ে চলাচল করতে হয় সড়কের উপর দিয়ে।

মোনাফ আব্বার বলেন শত কোটি ব্যায় করছেন কক্সবাজার উন্নয়নে জন্য অপরিকল্পিত উন্নয়নে সাধারণ জনগণের কোন কাজে আসছে না তার নমুনা হচ্ছে এটি।সদর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতি জোর দাবী জানাই ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার ব্যবস্থা করে দেওয়া।ড্রেইন পরিস্কার করে ড্রেইন দিয়ে পানি চলাচলের ব্যবস্থা জরুরি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

ড্রেইন ভরাট হওয়ায় সড়কে উপর ময়লা পানিতে পথচারীদের বেহাল অবস্থা

প্রকাশিত সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কক্সবাজার সদর উপজেলা পরিষদের বাজারে পশ্চিম পাশের রাস্তা,যেখান থেকে প্রতিনিয়ত চলাফেরা করে হাজারও মানুষ,ড্রেইন থাকলেও ভরাট হওয়ায় ময়লা পানি চলাচল করে রাস্তা দিয়ে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে।

বুধবার ২৩ অক্টোবর ড্রেনের পানি সড়কে দূর্গন্ধে মধ্যে চলাচল করতে দেখা যায় পথচারীদের,গুরুত্বপূর্ণ চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের চলাচল করে শত শত গাড়ি সেই ময়লা পানি ছিটকে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কাপড়।

পথচারী আব্দুর মালেক জানান বর্ষা সময় নালা নর্দমা ভরাট হয়ে যায় ড্রেইন দিয়ে পানি চলাচল করতে না পেরে সড়কের উপর দিয়ে চলাচল করে। অন্যদিকে ফুটপাত উপর বাজার বসায় হাঁটাচলা করতে পারে না পথচারী বাধ্য হয়ে চলাচল করতে হয় সড়কের উপর দিয়ে।

মোনাফ আব্বার বলেন শত কোটি ব্যায় করছেন কক্সবাজার উন্নয়নে জন্য অপরিকল্পিত উন্নয়নে সাধারণ জনগণের কোন কাজে আসছে না তার নমুনা হচ্ছে এটি।সদর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতি জোর দাবী জানাই ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার ব্যবস্থা করে দেওয়া।ড্রেইন পরিস্কার করে ড্রেইন দিয়ে পানি চলাচলের ব্যবস্থা জরুরি।