১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগের নেতা শিবিরের নাম ভাঙ্গিয়ে অসহায়দের জমি জবর দখলে নেওয়ার অভিযোগ

  • বার্তা পরিবেশক:
  • প্রকাশিত সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২২৮ ভিউ
কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় স.ও.জ এর অবঃ সরকারী কর্মকর্তা ও হোমিওপ্যাথিক ডাঃ আবদুর রশিদের দীর্ঘদিন দখলীকৃত খাস জমি যা (দীর্ঘস্থায়ী বন্দোবস্তি প্রক্রিয়াধীন) একই এলাকার যুবলীগের সাবেক ক্যাডার সন্ত্রাসী ভূমিদস্যু অবৈধ বালু উত্তোলনকারী চিহ্নিত চাঁদাবাজ মুবিনুল হক ও তার পুত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কক্সবাজার সরকারি কলেজের যুগ্ম সম্পাদক শরীফ হোসেন শিকদার ও তার ভাই আশেক সহ সহযোগী ৫/৬ জন রোহিঙ্গা সাথে নিয়ে জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
জানা যায় গত ১৯/১০/১৯৯৯ ইংরেজি তারিখের সরকারি নীতিমালানুযায়ী শেখ জমিল ও গিয়াস উদ্দিনের পিতা আব্দু রশিদের নামে বন্দোবস্তির আবেদন করলে অতিঃ জেলা প্রশাসক রজস্ব কর্তৃক স্মারক নং১৩৭ তাং ১৯/১০/১৯৯৯ মূলে সহকারী কমিশনার ভুমি বরাবর প্রেরণ করেন।
তিনি স্মারক নং— ৪—৯/১৯—৯৭৭, তারিখ— ২৫/১০/১৯৯৯ মূলে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তহসিলদার ইউনিয়ন ভূমি অফিস বরাবর প্রেরণ করেন। তহসিলদার সরেজমিনে তদন্ত করে ১নং খতিয়ানের ২৩৫৪৭ দাগের ০.০৫ একর জমিতে বাড়ি ঘর, দোকান পাট উপলক্ষ্যে আমাদের বাস্তব দখল পেয়ে প্রস্তাব নং— ১০/৯৯—২০০০, স্মারক নং— ২৯৩ এসএ, তারিখ— ০১/১১/১৯৯৯ইং তারিখ সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রস্তাব প্রেরণ করেন। তিনি প্রস্তাব প্রাপ্ত হয়ে দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত মামলা নং— ৫২/৯৯—২০০০ সৃজন করে। যার স্মারক নং— ১২.৪১৫/১১২৬/খাভূত, সদর, তাং— ১৪/১২/১৯৯৯ইংরেজী তারিখ মূলে উপজেলা নির্বাহী অফিসার সদরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ভূমি বন্দোবস্তি বন্ধ থাকায় আব্দুর রশিদের নামীয় বন্দোবস্ত প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগকারীরা জানায়, মুহুরি পাড়া এলাকার মৃত হোসেন আহমদ এর পুত্র মুবিনুল হক ও মুবিনুল হকের পুত্র হোসেন সিকদার ও অজ্ঞাত ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে গত ১৭/০৯/২০২৪ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় আব্দুল রশিদের তফসিলভুক্ত ঝিলংজা মৌজার দীর্ঘ মেয়াদি বন্দোবস্তি মামলা নং— ৫২/৯৯—২০০০ এর বিএস খতিয়ান নং—০১, বিএস দাগ নং— ২৩৫৪৭ এর ০.০৫ একর জমিতে নির্মিত বসত বাড়িতে অনধিকার প্রবেশ করেন এবং বাড়ির ঘেরা বেড়া ভাংচুর করে বাড়ির সামনে থাকা শেখ হোমিও হল নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
তাদের অভিযোগ বিবাদীরা এলাকায় ঐ তফসিলে তাদের জমি রয়েছে বলে দাবি বেড়াচ্ছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বরাবর শেখ জামিল ও গিয়াস উদ্দিন বাদী হয়ে শরিফ হোসেন সিকদারের বিরুদ্ধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ (ক) (চ), ৭(২), ১০, ১৬ ধারা মতে জবর দখল উচ্ছেদ মামলা করেন এবং ক্যাম্প কমান্ডার ১৭ ইসিবি ঝিলংজা কক্সবাজার আব্দুর রশিদ বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  আরো জানা  যায়, অভিযুক্ত শরীফ হোসাইন সিকদার বিগত আওয়ামীলীগ সরকারের বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার সরকারী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি বর্তমানে ছাত্র শিবিরের নেতা হিসেবে নিজেকে দাবী করে আসছেন। এব্যাপারে কক্সবাজার সরকারী কলেজসহ এলাকাবাসীদের প্রশ্ন দেখা দিয়েছে।
ট্যাগ :
পাঠকপ্রিয়

কক্সবাজারের প্রধান সড়কে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান, যাতায়াতে ভোগান্তি

ছাত্রলীগের নেতা শিবিরের নাম ভাঙ্গিয়ে অসহায়দের জমি জবর দখলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় স.ও.জ এর অবঃ সরকারী কর্মকর্তা ও হোমিওপ্যাথিক ডাঃ আবদুর রশিদের দীর্ঘদিন দখলীকৃত খাস জমি যা (দীর্ঘস্থায়ী বন্দোবস্তি প্রক্রিয়াধীন) একই এলাকার যুবলীগের সাবেক ক্যাডার সন্ত্রাসী ভূমিদস্যু অবৈধ বালু উত্তোলনকারী চিহ্নিত চাঁদাবাজ মুবিনুল হক ও তার পুত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কক্সবাজার সরকারি কলেজের যুগ্ম সম্পাদক শরীফ হোসেন শিকদার ও তার ভাই আশেক সহ সহযোগী ৫/৬ জন রোহিঙ্গা সাথে নিয়ে জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
জানা যায় গত ১৯/১০/১৯৯৯ ইংরেজি তারিখের সরকারি নীতিমালানুযায়ী শেখ জমিল ও গিয়াস উদ্দিনের পিতা আব্দু রশিদের নামে বন্দোবস্তির আবেদন করলে অতিঃ জেলা প্রশাসক রজস্ব কর্তৃক স্মারক নং১৩৭ তাং ১৯/১০/১৯৯৯ মূলে সহকারী কমিশনার ভুমি বরাবর প্রেরণ করেন।
তিনি স্মারক নং— ৪—৯/১৯—৯৭৭, তারিখ— ২৫/১০/১৯৯৯ মূলে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তহসিলদার ইউনিয়ন ভূমি অফিস বরাবর প্রেরণ করেন। তহসিলদার সরেজমিনে তদন্ত করে ১নং খতিয়ানের ২৩৫৪৭ দাগের ০.০৫ একর জমিতে বাড়ি ঘর, দোকান পাট উপলক্ষ্যে আমাদের বাস্তব দখল পেয়ে প্রস্তাব নং— ১০/৯৯—২০০০, স্মারক নং— ২৯৩ এসএ, তারিখ— ০১/১১/১৯৯৯ইং তারিখ সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রস্তাব প্রেরণ করেন। তিনি প্রস্তাব প্রাপ্ত হয়ে দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত মামলা নং— ৫২/৯৯—২০০০ সৃজন করে। যার স্মারক নং— ১২.৪১৫/১১২৬/খাভূত, সদর, তাং— ১৪/১২/১৯৯৯ইংরেজী তারিখ মূলে উপজেলা নির্বাহী অফিসার সদরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ভূমি বন্দোবস্তি বন্ধ থাকায় আব্দুর রশিদের নামীয় বন্দোবস্ত প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগকারীরা জানায়, মুহুরি পাড়া এলাকার মৃত হোসেন আহমদ এর পুত্র মুবিনুল হক ও মুবিনুল হকের পুত্র হোসেন সিকদার ও অজ্ঞাত ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে গত ১৭/০৯/২০২৪ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় আব্দুল রশিদের তফসিলভুক্ত ঝিলংজা মৌজার দীর্ঘ মেয়াদি বন্দোবস্তি মামলা নং— ৫২/৯৯—২০০০ এর বিএস খতিয়ান নং—০১, বিএস দাগ নং— ২৩৫৪৭ এর ০.০৫ একর জমিতে নির্মিত বসত বাড়িতে অনধিকার প্রবেশ করেন এবং বাড়ির ঘেরা বেড়া ভাংচুর করে বাড়ির সামনে থাকা শেখ হোমিও হল নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
তাদের অভিযোগ বিবাদীরা এলাকায় ঐ তফসিলে তাদের জমি রয়েছে বলে দাবি বেড়াচ্ছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বরাবর শেখ জামিল ও গিয়াস উদ্দিন বাদী হয়ে শরিফ হোসেন সিকদারের বিরুদ্ধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ (ক) (চ), ৭(২), ১০, ১৬ ধারা মতে জবর দখল উচ্ছেদ মামলা করেন এবং ক্যাম্প কমান্ডার ১৭ ইসিবি ঝিলংজা কক্সবাজার আব্দুর রশিদ বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  আরো জানা  যায়, অভিযুক্ত শরীফ হোসাইন সিকদার বিগত আওয়ামীলীগ সরকারের বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার সরকারী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি বর্তমানে ছাত্র শিবিরের নেতা হিসেবে নিজেকে দাবী করে আসছেন। এব্যাপারে কক্সবাজার সরকারী কলেজসহ এলাকাবাসীদের প্রশ্ন দেখা দিয়েছে।