কক্সবাজারের রামু থানার সহকারী পুলিশ পরিদর্শক সুনয়ন বড়ুয়াকে নিয়ে ইয়াবাসহ আটকের পর চার পাচারকারীকে ছেড়ে দেওয়ার ঘটনায় গত ২৩ অক্টোবর দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও কক্সবাজার সময় অনলাইনে তথ্যবহুল সংবাদ প্রকাশ হলে,বিষয়টি উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আসে। তারপর ২৪ অক্টোবর রাতে ওই পুলিশ কর্মকর্তা রামু থানা থেকে ক্লোজড় করে কক্সবাজার পুলিশ লাইনে সংযোগ করা হয় বলে জানা যায়।
উল্লেখ যে,গত ২০ অক্টোবর সন্ধ্যায় রামু থানাধীন সোনাছড়ি-পঞ্জেগানা সড়কে সাদা পোশাকে সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালিন সময়ে দুটি মোটরসাইকেলসহ চার মাদক পাচারকারীকে আটকের পর দুই লক্ষ টাকা নিয়ে ছেড়ে দেওয়ার হয়। বিষয়টি নিয়ে এ প্রতিবেদক আটকের পর ছেড়ে দেওয়া মাদক পাচারকারী এবং প্রত্যাক্ষদর্শীর কয়েকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ার পর ‘ইয়াবা ও টাকাসহ আটকের পর চার পাচারকারীকে ছেড়ে দিলো রামু থানা পুলিশ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উর্ধতন পুলিশ কর্মকর্তারা। তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এস আই সুনয়ন বড়ুয়া ও কনস্টেবল হাসান তুহিনকে জেলা পুলিশ লাইনে সংযোগ করা হয়।
এছাড়াও এস আই সুনয়নের বিরুদ্ধে মাদক, অবৈধ বিদেশি সিগারেট, গরু চোরাইর তিনটি লাইন থেকে মাসে লাখ লাখ টাকা আদায় তথ্য রয়েছে এ প্রতিবেদকের হাতে।
বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার্স ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।