০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩/১০/২০২৪ইং তারিখে কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের দেশবিদেশসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “খুরুশকুলে অবৈধ অস্ত্রধালীদের বিরুদ্ধে রেজিষ্ট্রিভুক্ত জমি দখল অভিযোগ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদদাতা কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া (হিন্দু পাড়া) এলাকার ফররুখ আহমদের পুত্র মোঃ সাইফুদ্দিন গং কতৃর্ক যে মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোধিত বক্তব্য উপস্থাপন করেছে, যা নিয়ে আমরা প্রতিবাদকারী মোটেও বিচলিত নই। কারণ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মৌজার বি.এস ১১৬২ নং খতিয়ানের রেকর্ডীয় ৪৩ শতক জমি থেকে আমরা প্রতিবাদকারী অতিরিক্ত জেলা জজ আদালত, কক্সবাজার হতে হকসফি মিচ আপীল ৩৩/৯৪ইং নং মামলায় ১৪/০২/১৯৯৬ইং তারিখে ৪০ শতক জমির রায়—ডিগ্রি মূলে প্রাপ্ত হই। পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আদালত, সদর, কক্সবাজার দায়েরকৃত অপর জারী—০২/৯৬ইং নং মামলার ২৭/০৪/১৯৯৬ইং তারিখের আদেশ মূলে আদালত কর্তৃক সরেজমিনে ডুলক্রোপ করে দখলামল বুঝাইয়া দেন এবং এলাকার সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণভাবে ছিলাম ও আছি। উক্ত জমি নিয়ে যাবৎ আমাদের উক্ত জমি ভোগ দখলে কোন ধরণের ব্যাঘাত সৃষ্টি হয়। ফররুখ আহমদের পুত্র মোঃ সাইফুদ্দিন গং কর্তৃক উক্ত বি.এস ১১৬২ নং খতিয়ানের বি.এস দাগাদির আন্দর থেকে ০৩ (তিন) শতক জমির মালিক হইলেও, বর্তমানে দেশে জায়গা—জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সে দূর্লোভের বশবর্তী হয়ে আমাদের মালিকানাধীন ৪০ (চল্লিশ) শতক জমি জোর পূর্বক কেড়ে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ধরে পায়তারা চালিয়ে আসছে। আমাদেরকে হয়রানি করার কুমানসে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আসছে। আমাদের অংশীয় জমিতে উক্ত সাইফুদ্দিন গংয়ের কোন প্রকার অংশীদারিত্ব নাই। তাই প্রকাশিত সংবাদের প্রতি প্রশাসনসহ এলাকার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের বিশেষভাবে অনুরোধ থাকবে, ভবিষ্যতে এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করার পূর্বে যাচাই—বাছাই পূর্বক বক্তব্য সৃজন করে সংবাদ পরিবেশন করুণ। অন্যথায় সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।
জমির তপশীলঃ
মৌজা— খুরুশকুল, উপজেলা/থানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার। আর.এস ৪০৫ নং খতিয়ানের আর.এস ৩০৩৪ নং দাগের বি.এস ১১৬২ নং খতিয়ানের সৃজিত ১৫২৭১ নং খতিয়ানের সৃজিত বি.এস ১৫১২৪ নং দাগের আন্দর মোট ৪০ (চল্লিশ) শতক।
প্রতিবাদকারীগণ
০১। মোহাম্মদ মোফাচ্ছেল, ০২। বদর আলম, ০৩। ছুরুত আলম, সর্বপিতা— মৃত এরশাদ আলী, ০৪। জহিরুল ইসলাম, পিতা— মৃত বদিউজ্জামান, সর্বসাং— মনু পাড়া, খুরুশকুল ইউপি, উপজেলা/থানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার।
—প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ :
পাঠকপ্রিয়

কক্সবাজারের প্রধান সড়কে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান, যাতায়াতে ভোগান্তি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

গত ২৩/১০/২০২৪ইং তারিখে কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের দেশবিদেশসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “খুরুশকুলে অবৈধ অস্ত্রধালীদের বিরুদ্ধে রেজিষ্ট্রিভুক্ত জমি দখল অভিযোগ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদদাতা কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া (হিন্দু পাড়া) এলাকার ফররুখ আহমদের পুত্র মোঃ সাইফুদ্দিন গং কতৃর্ক যে মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোধিত বক্তব্য উপস্থাপন করেছে, যা নিয়ে আমরা প্রতিবাদকারী মোটেও বিচলিত নই। কারণ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মৌজার বি.এস ১১৬২ নং খতিয়ানের রেকর্ডীয় ৪৩ শতক জমি থেকে আমরা প্রতিবাদকারী অতিরিক্ত জেলা জজ আদালত, কক্সবাজার হতে হকসফি মিচ আপীল ৩৩/৯৪ইং নং মামলায় ১৪/০২/১৯৯৬ইং তারিখে ৪০ শতক জমির রায়—ডিগ্রি মূলে প্রাপ্ত হই। পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আদালত, সদর, কক্সবাজার দায়েরকৃত অপর জারী—০২/৯৬ইং নং মামলার ২৭/০৪/১৯৯৬ইং তারিখের আদেশ মূলে আদালত কর্তৃক সরেজমিনে ডুলক্রোপ করে দখলামল বুঝাইয়া দেন এবং এলাকার সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণভাবে ছিলাম ও আছি। উক্ত জমি নিয়ে যাবৎ আমাদের উক্ত জমি ভোগ দখলে কোন ধরণের ব্যাঘাত সৃষ্টি হয়। ফররুখ আহমদের পুত্র মোঃ সাইফুদ্দিন গং কর্তৃক উক্ত বি.এস ১১৬২ নং খতিয়ানের বি.এস দাগাদির আন্দর থেকে ০৩ (তিন) শতক জমির মালিক হইলেও, বর্তমানে দেশে জায়গা—জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সে দূর্লোভের বশবর্তী হয়ে আমাদের মালিকানাধীন ৪০ (চল্লিশ) শতক জমি জোর পূর্বক কেড়ে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ধরে পায়তারা চালিয়ে আসছে। আমাদেরকে হয়রানি করার কুমানসে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আসছে। আমাদের অংশীয় জমিতে উক্ত সাইফুদ্দিন গংয়ের কোন প্রকার অংশীদারিত্ব নাই। তাই প্রকাশিত সংবাদের প্রতি প্রশাসনসহ এলাকার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের বিশেষভাবে অনুরোধ থাকবে, ভবিষ্যতে এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করার পূর্বে যাচাই—বাছাই পূর্বক বক্তব্য সৃজন করে সংবাদ পরিবেশন করুণ। অন্যথায় সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।
জমির তপশীলঃ
মৌজা— খুরুশকুল, উপজেলা/থানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার। আর.এস ৪০৫ নং খতিয়ানের আর.এস ৩০৩৪ নং দাগের বি.এস ১১৬২ নং খতিয়ানের সৃজিত ১৫২৭১ নং খতিয়ানের সৃজিত বি.এস ১৫১২৪ নং দাগের আন্দর মোট ৪০ (চল্লিশ) শতক।
প্রতিবাদকারীগণ
০১। মোহাম্মদ মোফাচ্ছেল, ০২। বদর আলম, ০৩। ছুরুত আলম, সর্বপিতা— মৃত এরশাদ আলী, ০৪। জহিরুল ইসলাম, পিতা— মৃত বদিউজ্জামান, সর্বসাং— মনু পাড়া, খুরুশকুল ইউপি, উপজেলা/থানা— কক্সবাজার সদর, জেলা— কক্সবাজার।
—প্রেস বিজ্ঞপ্তি