কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলমকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
গত ২৫ অক্টোবর মধ্যরাতে সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খোরশেদ আলম ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুক্তারকুল বাংলাবাজার এলাকার নুরুল হকের ছেলে।
খোরশেদ আলম পালিয়ে যাওয়া বিগত স্বৈরাচার সরকারের দলীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের (রান কমিটি) কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহবায়ক।
বিগত সরকার আমলে খোরশেদ আলম রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নানা হয়রানি, চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ রয়েছে। গেল স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে খোরশেদ আলমের ভূমিকা ছিলো অন্যতম।আন্দোলন কারীদের উপর হামলা ঘটনায় তাকে আটক করেছে বলে জানা যায়। শ্রমিক লীগ নেতা খোরশেদ আলমকে আটক করায় বাংলা বাজার এলাকায় আনন্দ বয়ে যাচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান।