০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে হামলার মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা ওবায়দুল কারাগারে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি ওবায়দুল হোসেনের জামিন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আটককৃত ওবায়দুল হোসেন (৫০) কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড পেশকার পাড়া এলাকার মোঃ ইউসুফের ছেলে এবং কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলার ২৪ নং আসামী ওবায়দুল হোসেন বাদীর কাছ থেকে আপোষনামা নিয়ে আদালতে জামিনের জন্য হাজির হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর অবৈধ অস্ত্র নিয়ে হামলা, যৌন নিপিড়ন ও জনমনে ভয় ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরন ঘটানোর ঘটনায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পক্ষে ১০ অক্টোবর কক্সবাজার সরকারি কলেজের শাহেদ বাবু বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ওবায়দুল হোসেনসহ ৭৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামী করা হয়।

এছাড়াও ওবায়দুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মামলা গুলো হল- ২০১৮ সালে ২৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। যার মামলা নং ৫৮/২৭৭। ২০১৮ সালের ১৯ মার্চ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা। যার মামলা ৪৮/১৮৪। ২০১৬ সালের ১২ মে মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ৩৫৭/১৬। ২০১৭ সালের ৩১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। যার মামলা নং ১১৮/৫৫৬। ২০১৬ সালের ১১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা। যার মামলা নং ১৫/৫৩৮। ২০১৫ সালের ২১ মার্চ মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ২৬২/১৫। ২০১৫ সালের ১ জুলাই মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ৬৩৯/১৫।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

ছাত্র আন্দোলনে হামলার মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা ওবায়দুল কারাগারে

প্রকাশিত সময় : ১২:৪৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি ওবায়দুল হোসেনের জামিন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আটককৃত ওবায়দুল হোসেন (৫০) কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড পেশকার পাড়া এলাকার মোঃ ইউসুফের ছেলে এবং কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলার ২৪ নং আসামী ওবায়দুল হোসেন বাদীর কাছ থেকে আপোষনামা নিয়ে আদালতে জামিনের জন্য হাজির হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর অবৈধ অস্ত্র নিয়ে হামলা, যৌন নিপিড়ন ও জনমনে ভয় ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরন ঘটানোর ঘটনায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পক্ষে ১০ অক্টোবর কক্সবাজার সরকারি কলেজের শাহেদ বাবু বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ওবায়দুল হোসেনসহ ৭৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামী করা হয়।

এছাড়াও ওবায়দুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মামলা গুলো হল- ২০১৮ সালে ২৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। যার মামলা নং ৫৮/২৭৭। ২০১৮ সালের ১৯ মার্চ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা। যার মামলা ৪৮/১৮৪। ২০১৬ সালের ১২ মে মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ৩৫৭/১৬। ২০১৭ সালের ৩১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। যার মামলা নং ১১৮/৫৫৬। ২০১৬ সালের ১১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা। যার মামলা নং ১৫/৫৩৮। ২০১৫ সালের ২১ মার্চ মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ২৬২/১৫। ২০১৫ সালের ১ জুলাই মারধর করে সম্পত্তি আদায় মামলা। যার মামলা নং ৬৩৯/১৫।