০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রামু স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার 

রামু গর্জনিয়ার পূর্ব জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাসেম ও প্রধান শিক্ষক আজিজ মওলার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও  স্বজন’রা।

গতকাল বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার সময় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যমূলক ভাবে  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেন তারা।

বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জানান, “বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাসেম তার পিতার নামে এই বিদ্যালয়টি স্থাপন করাতে কিছু কুচক্রী মহল তা সহ্য করতে পারছেন না। প্রতিষ্ঠাতা তার পৈতৃক সম্পত্তিতে বিদ্যালয়টি নির্মাণ করেন। যাতে এই গর্জনিয়ার পূর্ব জুমছড়ির ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। অন্য বিদ্যালয় গুলো এখান থেকে একটু দূরে হওয়ায় এই বিদ্যালয়টি স্থাপন করেন আবুল কাসেম। তিনি তার পিতার নামানুসারে এই বিদ্যালয়ের নাম রাখেন। এটি নিয়েই মূলত একটি মহলের সাথে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। 

স্বজন’রা জানান, গত মঙ্গলবার (০৫ নভেম্বর) মো: আয়ুব, কুতুব উদ্দিন, জিয়াউর রহমান,জয়নাল আবেদীন, আবুল কাসেম, সৈয়দ নজরুল ইসলাম, মো: জুনায়েদ, হাসান,মোহাম্মদ আলী ও তার সহযোগীরা বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য আবুল কাসেম ও আজিজ মওলার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মানববন্ধন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাথে সাথে এ অপপ্রচারের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। 

আবু তাহের নামে এক স্থানীয় জানান, “মেম্বার কাশেম তাদের মানববন্ধনে বলেন আমার জায়গা জমি দখল করে আজিজ মওলা বিদ্যালয় নির্মাণ করেছেন। আসলে আমার জায়গা কেউ দখল করেনি। আমার খতিয়ানভুক্ত জায়গা আমার ভোগ দখলেই আছে।”

এনিয়ে গর্জনিয়া ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল কাসেমে’র সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

রামু স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার 

প্রকাশিত সময় : ০৩:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

রামু গর্জনিয়ার পূর্ব জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাসেম ও প্রধান শিক্ষক আজিজ মওলার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও  স্বজন’রা।

গতকাল বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার সময় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যমূলক ভাবে  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেন তারা।

বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জানান, “বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাসেম তার পিতার নামে এই বিদ্যালয়টি স্থাপন করাতে কিছু কুচক্রী মহল তা সহ্য করতে পারছেন না। প্রতিষ্ঠাতা তার পৈতৃক সম্পত্তিতে বিদ্যালয়টি নির্মাণ করেন। যাতে এই গর্জনিয়ার পূর্ব জুমছড়ির ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। অন্য বিদ্যালয় গুলো এখান থেকে একটু দূরে হওয়ায় এই বিদ্যালয়টি স্থাপন করেন আবুল কাসেম। তিনি তার পিতার নামানুসারে এই বিদ্যালয়ের নাম রাখেন। এটি নিয়েই মূলত একটি মহলের সাথে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। 

স্বজন’রা জানান, গত মঙ্গলবার (০৫ নভেম্বর) মো: আয়ুব, কুতুব উদ্দিন, জিয়াউর রহমান,জয়নাল আবেদীন, আবুল কাসেম, সৈয়দ নজরুল ইসলাম, মো: জুনায়েদ, হাসান,মোহাম্মদ আলী ও তার সহযোগীরা বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য আবুল কাসেম ও আজিজ মওলার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মানববন্ধন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাথে সাথে এ অপপ্রচারের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। 

আবু তাহের নামে এক স্থানীয় জানান, “মেম্বার কাশেম তাদের মানববন্ধনে বলেন আমার জায়গা জমি দখল করে আজিজ মওলা বিদ্যালয় নির্মাণ করেছেন। আসলে আমার জায়গা কেউ দখল করেনি। আমার খতিয়ানভুক্ত জায়গা আমার ভোগ দখলেই আছে।”

এনিয়ে গর্জনিয়া ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল কাসেমে’র সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।