ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নব মনোনীত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ডা.পরিমল কান্তি শীল’র পদ বাতিলের দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা’রা।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ট্রাষ্টি পদ বাতিলের জন্য আবেদন করেন সংগঠনটি।
এসময়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কক্সবাজার জেলার পক্ষে দোলন ধর, অরূপ শর্মা, রুবেল মল্লিক, অসীম ধর ও বিজয় দাশের স্বাক্ষরিত আবেদনটি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়।
আবেদন পত্রের সূত্রে জানা যায়,
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ড গঠন করেন গত ০৩/১১/২০২৪ ইং তারিখে প্রজ্ঞাপন জারি করেন এবং স্মারক নং- ১৬.০০.০০০০.০২৭.১১.২৩-১৫০, স্মারকের এক প্রজ্ঞাপনের নির্দেশক্রমে ডা.পরিমল কান্তি শীল কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি পদে মনোনীত হয়। কিন্তু তার বিরুদ্ধে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব দানকারী ও এলাকার জন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ও ছাত্র-জনতা আন্দোলনে অংশ গ্রহনকারী ছাত্র জনতাদের বাঁধাদান সহ হুমকি ও মারধর করার মর্মে অভিযোগ রয়েছে। যার কারণে তার ট্রাষ্টি পদ বাতিল পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা’রা অভিযোগ করেন বলেন , স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নব মনোনীত ট্রাষ্টি ডা. পরিমল শীল। একজন ক্ষমতাচ্যুত লীগের লোক আমরা এমন পদে দেখতে চাই না। যারা তাকে এমন জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
সেইসাথে দ্রুত ট্রাষ্টি পদ বাতিল করে কক্সবাজারের দায়িত্বে নতুন ট্রাষ্টি দেওয়ার অনুরোধ জানান তারা।
অন্যদিকে নব মনোনীত ট্রাষ্টি ডা. পরিমল কান্তি শীল জানান, তিনি জীবনেও আওয়ামী লীগ করে নাই। ৮০ দশকে ছাত্র ইউনিয়ন করতো। দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর সভাপতি’র দায়িত্ব পালন করতেছে। হয়ত যোগ্য লোক মনে করে তাকে ধর্ম মন্ত্রণালয় ট্রাষ্টি হিসেবে মনোনীত করছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টের বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, এটা আমার সন্তান পোস্ট করছিলো আগে। এই বিষয়ে আমি কখনো অবগত ছিলাম না। তবে আমি এটা বলতে পারি, জীবনেও আওয়ামী লীগ করি নাই।