কক্সবাজার পৌরসভা নব-মনোনীত প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক এর সাথে গতকাল ২৫ নভেম্বর বেলা ২ টায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (রেজি:এস-১১৩৮৭) এর কক্সবাজার পৌর শাখার নেতৃবৃন্দরা।
জেলা শাখার সহ-সভাপতি মুসা কোম্পানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি টমটম অটো বাইক শ্রমিকরা নানা দাবি দাওয়া তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হামিদ সিকদার,আইন সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ,যুগ্ম সম্পাদক শামসুল আলম,প্রচার সম্পাদক হেলাল উদ্দিন খালু, সহ সভাপতি আবুল কালাম,যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি হোসেন আলী,শহিদুল ইসলাম,মোহাম্মদ আলী,মোহাম্মদ হারুন, আবুল কালাম মোহাম্মদ রুবেল প্রমুখ।
দীর্ঘ আলাপ আলোচনায় টমটম শ্রমিকদের কথা মন দিয়ে শুনেন পৌর প্রশাসক রফিকুল হক এবং শ্রমিকদের বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভাবে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।
পৌর প্রশাসকের সাথে স্বাক্ষাতকালে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দরা দাবি রেখে বলেন, কক্সবাজার পৌরসভায় টমটম লাইসেন্স নবায়নের নামে একটা সিন্ডিকেটের কাছে জিন্মী হওয়া নানা ভাবে হয়রানি করা , লাইসেন্স রিপিটের নামে অতিরিক্ত টাকা আদায়, লাইসেন্স যাচাই-বাছাই কমিটির নামে সিন্ডিকেট সৃষ্টি বন্ধ,
লাইসেন্স মালিকদের হাতে হয়রানি ও জিম্মি করে বিক্রি করে দেওয়া লাইসেন্স নবায়নের নামে হাতিয়ে নেওয়ার পায়তারা।
টমটম ইজিবাইক চালকদের পরিচয়পত্র প্রদান ও ড্রেসকোর্ড পৌরসভার অধিনে রাখা।
বহিরাগত অপ্রাপ্ত বয়স্ক ও রোহিঙ্গা টমটম চালকদের আইনের আওতায় আনা, শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করণ,অবৈধ টমটম ইজিবাইক চলাচল নিষিদ্ধ করণ,
ট্রাফিক পুলিশ হয়রানি বন্ধ ও টোকেন বানিজ্য বন্ধ করণ, টমটম লাইসেন্স নবায়নকালে ট্রাফিক পুলিশের টমটম ইজিবাইক আটক বানিজ্য বন্ধ করণ,
কক্স-ক্যাপের নামে শ্রমিকদের মাঝে বিভাজন সৃষ্টি ও একটা নিজস্ব বলয় তৈরি করা তাদের অপতৎপরতা নৈরাজ্য বন্ধ করার দাবি জানান।
ট্রাফিক পুলিশ অধিনে বিতরণ করা টমটম চালকদের ( ড্রেসকোর্ড) কুটি বিতরণের নামে টাকা আদায় বন্ধ করণ,
এসময় কক্সবাজার পৌরসভার আওতায় প্রকৃত টমটম চালকদের মাঝে ড্রেসকোর্ড (কুটি) ও পরিচয়পত্র বিতরণ করা হবে বলে চালকদের আশ্বস্ত করেন পৌর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ সিকদার।